
ছালাউদ্দিন রিপনঃ
মালদ্বীপে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সান এমভি এ তথ্য প্রকাশ করে।
প্রশাসন জানায়, জাতীয় পর্যায়ে পরিচালিত চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী মালদ্বীপের হুলহুমালে শহরে এ অভিযান চালানো হয়। এসময় ৩৭ বছর বয়সী মো. শামীম মিয়া ও ২২ বছর বয়সী আলা উদ্দিন নামের দুই বাংলাদেশিকে আটক করা হয়। অভিযানে পুলিশকে সহযোগিতা করে মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ ও কাস্টমস সার্ভিসের অন্তত ১৩ জন কর্মকর্তা।
তদন্তে জানা যায়, হুলহুমালের একটি ভবনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিগারেটের বাক্স, তামাকজাত দ্রব্য, নগদ স্থানীয় মুদ্রা ও মার্কিন ডলার জব্দ করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, আটক দুই প্রবাসী দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 















