সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি তাদের নির্বাচনী প্রতীকের তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই প্রতীক দাবি করে আসছিল। অবশেষে বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ইসি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষর করেন।

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। কমিশনের সর্বশেষ তালিকা অনুযায়ী, মোট প্রতীক রয়েছে ১১৯টি। এর মধ্যে ৫১টি প্রতীক বরাদ্দ থাকবে নিবন্ধিত দলগুলোর জন্য। বাকি ৬৮টি প্রতীক সংরক্ষিত থাকবে ভবিষ্যতে নিবন্ধিত দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

‘শাপলা কলি’ ছাড়াও তালিকায় রয়েছে নানা প্রতীক

নতুন যুক্ত হওয়া ‘শাপলা কলি’ ছাড়াও তালিকায় রয়েছে বহু বৈচিত্র্যময় প্রতীক, যার মধ্যে রয়েছে:

ফল ও উদ্ভিদ: আপেল, আনারস, আম, খেজুর গাছ, ডাব, লিচু, তরমুজ, বেগুন, কলা, কাঁঠাল, ফুলকপি, গোলাপ ফুল, ফুলের টব, ফুলের মালা, বটগাছ, লাউ

গৃহস্থালী ও আসবাব: খাট, টেবিল, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, আলমিরা, সোফা, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, দেওয়াল ঘড়ি, চেয়ার, দোলনা, হাতঘড়ি, কেটলি, হারিকেন, হুক্কা

যানবাহন ও যন্ত্রপাতি: ট্রাক, রিকশা, গরুর গাড়ি, মটরগাড়ি (কার), নৌকা, জাহাজ, হেলিকপ্টার, বাইসাইকেল, কম্পিউটার, চার্জার লাইট, বৈদ্যুতিক পাখা

প্রাণী ও পাখি: বক, মোরগ, ঈগল, গাভি, উটপাখি, কবুতর, ঘোড়া, হরিণ, চিংড়ি, কুমির, ময়ূর, হাঁস, প্রজাপতি, মাছ, হাতি

সাংস্কৃতিক ও প্রতীকী উপকরণ: কোদাল, টেলিফোন, বই, উদীয়মান সূর্য, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, সোনালী আঁশ, কলম, দোয়াত কলম, মগ, সুটকেস, কাঁপ-পিরিচ, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, ছড়ি, নোঙ্গর, মশাল, হাতপাখা, ছাতা, জগ, কুড়াল, ফুটবল, মাথাল, টিউবওয়েল, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, মোমবাতি, কুঁড়ে ঘর, দালান

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতীক তালিকায় বৈচিত্র্য আনার পাশাপাশি ভবিষ্যতের জন্যও প্রস্তুতি নেওয়া হয়েছে। নিবন্ধিত দল ছাড়াও যারা ভবিষ্যতে নিবন্ধন করবে কিংবা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের জন্য পর্যাপ্ত প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে।

See also  দেবিদ্বারে বিএনপির ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

এই প্রতীকগুলো নির্বাচনকালীন সময়ে ভোটারদের জন্য দল বা প্রার্থীর পরিচয় তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে। প্রতীক ব্যবস্থার এই হালনাগাদ নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সংগঠিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

৩০ অক্টোবর ২০২৫, ৪:৩৬

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি তাদের নির্বাচনী প্রতীকের তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই প্রতীক দাবি করে আসছিল। অবশেষে বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ইসি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষর করেন।

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। কমিশনের সর্বশেষ তালিকা অনুযায়ী, মোট প্রতীক রয়েছে ১১৯টি। এর মধ্যে ৫১টি প্রতীক বরাদ্দ থাকবে নিবন্ধিত দলগুলোর জন্য। বাকি ৬৮টি প্রতীক সংরক্ষিত থাকবে ভবিষ্যতে নিবন্ধিত দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

‘শাপলা কলি’ ছাড়াও তালিকায় রয়েছে নানা প্রতীক

নতুন যুক্ত হওয়া ‘শাপলা কলি’ ছাড়াও তালিকায় রয়েছে বহু বৈচিত্র্যময় প্রতীক, যার মধ্যে রয়েছে:

ফল ও উদ্ভিদ: আপেল, আনারস, আম, খেজুর গাছ, ডাব, লিচু, তরমুজ, বেগুন, কলা, কাঁঠাল, ফুলকপি, গোলাপ ফুল, ফুলের টব, ফুলের মালা, বটগাছ, লাউ

গৃহস্থালী ও আসবাব: খাট, টেবিল, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, আলমিরা, সোফা, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, দেওয়াল ঘড়ি, চেয়ার, দোলনা, হাতঘড়ি, কেটলি, হারিকেন, হুক্কা

যানবাহন ও যন্ত্রপাতি: ট্রাক, রিকশা, গরুর গাড়ি, মটরগাড়ি (কার), নৌকা, জাহাজ, হেলিকপ্টার, বাইসাইকেল, কম্পিউটার, চার্জার লাইট, বৈদ্যুতিক পাখা

প্রাণী ও পাখি: বক, মোরগ, ঈগল, গাভি, উটপাখি, কবুতর, ঘোড়া, হরিণ, চিংড়ি, কুমির, ময়ূর, হাঁস, প্রজাপতি, মাছ, হাতি

সাংস্কৃতিক ও প্রতীকী উপকরণ: কোদাল, টেলিফোন, বই, উদীয়মান সূর্য, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, সোনালী আঁশ, কলম, দোয়াত কলম, মগ, সুটকেস, কাঁপ-পিরিচ, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, ছড়ি, নোঙ্গর, মশাল, হাতপাখা, ছাতা, জগ, কুড়াল, ফুটবল, মাথাল, টিউবওয়েল, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, মোমবাতি, কুঁড়ে ঘর, দালান

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতীক তালিকায় বৈচিত্র্য আনার পাশাপাশি ভবিষ্যতের জন্যও প্রস্তুতি নেওয়া হয়েছে। নিবন্ধিত দল ছাড়াও যারা ভবিষ্যতে নিবন্ধন করবে কিংবা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের জন্য পর্যাপ্ত প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে।

See also  আবারো ভূমিকম্পে কাঁপলো দেশ

এই প্রতীকগুলো নির্বাচনকালীন সময়ে ভোটারদের জন্য দল বা প্রার্থীর পরিচয় তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে। প্রতীক ব্যবস্থার এই হালনাগাদ নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সংগঠিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।