বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি তাদের নির্বাচনী প্রতীকের তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই প্রতীক দাবি করে আসছিল। অবশেষে বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ইসি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষর করেন। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। কমিশনের সর্বশেষ তালিকা অনুযায়ী, মোট প্রতীক রয়েছে ১১৯টি। এর মধ্যে ৫১টি প্রতীক বরাদ্দ থাকবে নিবন্ধিত দলগুলোর জন্য। বাকি ৬৮টি প্রতীক সংরক্ষিত থাকবে ভবিষ্যতে নিবন্ধিত দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য। ‘শাপলা কলি’ ছাড়াও তালিকায় রয়েছে নানা প্রতীক নতুন যুক্ত হওয়া ‘শাপলা কলি’ ছাড়াও তালিকায় রয়েছে বহু বৈচিত্র্যময় প্রতীক, যার মধ্যে রয়েছে: ফল ও উদ্ভিদ: আপেল, আনারস, আম, খেজুর গাছ, ডাব, লিচু, তরমুজ, বেগুন, কলা, কাঁঠাল, ফুলকপি, গোলাপ ফুল, ফুলের টব, ফুলের মালা, বটগাছ, লাউ গৃহস্থালী ও আসবাব: খাট, টেবিল, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, আলমিরা, সোফা, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, দেওয়াল ঘড়ি, চেয়ার, দোলনা, হাতঘড়ি, কেটলি, হারিকেন, হুক্কা যানবাহন ও যন্ত্রপাতি: ট্রাক, রিকশা, গরুর গাড়ি, মটরগাড়ি (কার), নৌকা, জাহাজ, হেলিকপ্টার, বাইসাইকেল, কম্পিউটার, চার্জার লাইট, বৈদ্যুতিক পাখা প্রাণী ও পাখি: বক, মোরগ, ঈগল, গাভি, উটপাখি, কবুতর, ঘোড়া, হরিণ, চিংড়ি, কুমির, ময়ূর, হাঁস, প্রজাপতি, মাছ, হাতি সাংস্কৃতিক ও প্রতীকী উপকরণ: কোদাল, টেলিফোন, বই, উদীয়মান সূর্য, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, সোনালী আঁশ, কলম, দোয়াত কলম,...