
চান্দিনা মেইল অনলাইনঃ
মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর, এতে বলা হয়েছে – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী প্রায় ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে, যেখানে প্রবীণ নেতৃত্বের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক তরুণ মুখ উঠে এসেছে। দলীয় সূত্রে জানা গেছে, অন্তত দুই ডজন নবীন প্রার্থী ইতোমধ্যে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন, যাদের অধিকাংশই ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা।
তরুণদের মনোনয়ন প্রসঙ্গে দলীয় নেতারা জানিয়েছেন, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর কিছু আসনে পরিবর্তন হতে পারে, তবে আপাতত মনোনীত প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন।
আলোচিত তরুণ প্রার্থীদের মধ্যে রয়েছেন:
মাসুদ সাঈদী – পিরোজপুর-১ আসনে সম্ভাব্য প্রার্থী; মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় পুত্র ও ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান। ডা. ফখরুদ্দিন মানিক – ফেনী-৩ আসনে লড়বেন; ছাত্রশিবিরের সাবেক সভাপতি। এডভোকেট আতিকুর রহমান – ঢাকা-১১ আসনে প্রার্থী; শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক। ড. শফিকুল ইসলাম মাসুদ – পটুয়াখালী-২ আসনে আলোচিত মুখ; জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। শেখ মঞ্জুরুল হক রাহাত – বাগেরহাট-২ আসনে সম্ভাব্য প্রার্থী। মতিউর রহমান – দিনাজপুর-১ আসনে মাঠে সক্রিয়। মোহাম্মদ সেলিম উদ্দিন – সিলেট-৬ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত। ব্যারিস্টার মাহবুব সালেহী – কুড়িগ্রাম-৩ আসনে সম্ভাব্য প্রার্থী।দেলাওয়ার হোসেন – ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত; বিএনপি মহাসচিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা সম্ভাব্য। ইয়াসিন আরাফাত – কুমিল্লা-১০ আসনে সম্ভাবনাময় তরুণ প্রার্থী।
অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীরা:
ড. রেজাউল করিম – লক্ষ্মীপুর-৩ আসনে মনোনীত; ছাত্রশিবিরের সাবেক সভাপতি। গোলাম কিবরিয়া – শেরপুর-২ আসনে নবীন মুখ। ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান – ঢাকা-১৪ আসনে আলোচিত প্রার্থী; মীর কাসেম আলীর পুত্র। ড. মোবারক হোসেন – কুমিল্লা-৫ আসনে মনোনীত। শামীম সাঈদী – পিরোজপুর-২ আসনে প্রার্থী; দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় পুত্র। এডভোকেট সাইফুর রহমান – চট্টগ্রাম-১ আসনে সম্ভাব্য প্রার্থী। আতাউর রহমান সরকার – ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মনোনীত। এডভোকেট শিশির মনির – সুনামগঞ্জ-২ আসনে তরুণ আইনজীবী হিসেবে পরিচিত।আনোয়ারুল ইসলাম রাজু – লালমনিরহাট-১ আসনে তরুণ শিল্পোদ্যোক্তা। মোহাম্মদ হারুনুর রশিদ – রংপুর-১ আসনে মাঠে সক্রিয়। মাওলানা জহুরুল ইসলাম – চট্টগ্রাম-১৬ আসনে মনোনীত। এডভোকেট মাসুদ পারভেজ রাশেদ – চুয়াডাঙ্গা-১ আসনে সম্ভাব্য প্রার্থী। অধ্যাপক ইকবাল হোসাইন – পঞ্চগড়-১ আসনে জামায়াতের আমীর হিসেবে নির্বাচন করবেন। মোহাম্মদ রফিকুল ইসলাম মৃধা – মাদারীপুর-৩ আসনে সম্ভাব্য প্রার্থী। সালাউদ্দিন আইয়ুবী – গাজীপুর-৪ আসনে মনোনীত তরুণ নেতা।
দলীয় পর্যবেক্ষণে দেখা গেছে, এসব নবীন প্রার্থী সংশ্লিষ্ট এলাকায় ইতোমধ্যে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। অনেকেই স্থানীয়ভাবে জনপ্রিয় এবং রাজনৈতিকভাবে সক্রিয়। জামায়াতের এই তরুণ নেতৃত্বের উত্থান আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
Reporter Name 













