চান্দিনা মেইল অনলাইনঃ মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর, এতে বলা হয়েছে - ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী প্রায় ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে, যেখানে প্রবীণ নেতৃত্বের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক তরুণ মুখ উঠে এসেছে। দলীয় সূত্রে জানা গেছে, অন্তত দুই ডজন নবীন প্রার্থী ইতোমধ্যে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন, যাদের অধিকাংশই ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা। তরুণদের মনোনয়ন প্রসঙ্গে দলীয় নেতারা জানিয়েছেন, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর কিছু আসনে পরিবর্তন হতে পারে, তবে আপাতত মনোনীত প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। আলোচিত তরুণ প্রার্থীদের মধ্যে রয়েছেন: মাসুদ সাঈদী – পিরোজপুর-১ আসনে সম্ভাব্য প্রার্থী; মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় পুত্র ও ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান। ডা. ফখরুদ্দিন মানিক – ফেনী-৩ আসনে লড়বেন; ছাত্রশিবিরের সাবেক সভাপতি। এডভোকেট আতিকুর রহমান – ঢাকা-১১ আসনে প্রার্থী; শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক। ড. শফিকুল ইসলাম মাসুদ – পটুয়াখালী-২ আসনে আলোচিত মুখ; জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। শেখ মঞ্জুরুল হক রাহাত – বাগেরহাট-২ আসনে সম্ভাব্য প্রার্থী। মতিউর রহমান – দিনাজপুর-১ আসনে মাঠে সক্রিয়। মোহাম্মদ সেলিম উদ্দিন – সিলেট-৬ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত। ব্যারিস্টার মাহবুব সালেহী – কুড়িগ্রাম-৩ আসনে সম্ভাব্য প্রার্থী।দেলাওয়ার হোসেন – ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত; বিএনপি মহাসচিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা সম্ভাব্য। ইয়াসিন আরাফাত – কুমিল্লা-১০ আসনে সম্ভাবনাময় তরুণ প্রার্থী। অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীরা: ড. রেজাউল করিম – লক্ষ্মীপুর-৩ আসনে মনোনীত;...