সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

জামায়াতের ২৯৬ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্তের পথে, এখনো ঘোষণা হয়নি কুমিল্লা-৭ সহ আরো ৪ আসন

চান্দিনা মেইল অনলাইনঃ 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো আবারও বড় পরিসরে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে দেশের ৩০০ আসনের মধ্যে অন্তত ২৯৬টিতে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। দলীয় নেতাদের ভাষ্য, কেন্দ্রীয় দিকনির্দেশনায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠিতভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে জামায়াত।

নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই দলীয় প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঈদুল আযহার ছুটিকালেও এসব প্রার্থীরা থেমে থাকেননি; বরং তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দলটি।

জানা গেছে, প্রতিটি সম্ভাব্য প্রার্থীকে নিজ নিজ এলাকায় সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বলা হয়েছে। ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, জনগণের আস্থা অর্জন ও অতীত সরকারের সময়কার দমন-পীড়নের বিষয় তুলে ধরতে নির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনপূর্ব বিভিন্ন সভা-সমাবেশেও সক্রিয় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জামায়াত নেতাদের মতে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আগে ‘প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার’ অত্যাবশ্যক। তারা জানান, নির্বাচনমুখী দল হিসেবে জামায়াত সব সময় প্রস্তুত থাকলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমরা এখনো চূড়ান্ত কোনো আসনসংখ্যা ঘোষণা করিনি। যেটা বলা হচ্ছে, সেটি একটি প্রাথমিক তালিকা। রাজনৈতিক সমঝোতা, জোট এবং মাঠের বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তবে দলীয় প্রার্থীরা যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, “জামায়াত একটি নির্বাচনমুখী দল। অতীতেও নির্বাচন করেছি, এখনো করছি। জাতীয় নির্বাচনসহ যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমরা প্রস্তুত আছি।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, জামায়াত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিলেও ইসলামপন্থি দলগুলোর সঙ্গে জোট গঠনের উদ্যোগও রয়েছে। এই জোটের আওতায় নির্বাচনে গেলে আসন ভাগাভাগির বিষয়টিও আলোচনায় আসবে।

বর্তমানে দলটির প্রাথমিক তালিকায় কিছু আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম রাখা হয়েছে। আগামী আগস্ট থেকে অক্টোবরের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপট ও মাঠের বাস্তবতা পর্যালোচনা করে তালিকা চূড়ান্ত করা হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

তবে চারটি আসন—রাজশাহী-২, মানিকগঞ্জ-২, ঢাকা-৯ ও কুমিল্লা-৭—এ এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে কয়েকটি আসনে প্রার্থীদের নাম পরিবর্তনও হয়েছে। ভবিষ্যতে আরও কিছু পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

২০২৪ সালের গণ-আন্দোলনের পর থেকেই জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে। দলের নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিন পর এমন নির্বাচনী প্রস্তুতি তাদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

দলটির একজন দায়িত্বশীল কেন্দ্রীয় নেতা বলেন, “আমরা এখন আর কৌশলগত রাজনীতিতে আটকে নেই। জনগণের রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই। গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

জামায়াতের প্রাথমিক প্রার্থী তালিকা (২৯৬ আসন):

পঞ্চগড়-১: অধ্যাপক ইকবাল হোসেন

পঞ্চগড়-২: মুহাম্মদ সফিউল্লাহ সুফি

ঠাকুরগাঁও-১: দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-২: মাওলানা আব্দুল হাকিম

ঠাকুরগাঁও-৩: মিজানুর রহমান

দিনাজপুর-১: মো. মতিউর রহমান

দিনাজপুর-২: অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম

See also  দেবিদ্বারে বিএনপির ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

দিনাজপুর-৩: অ্যাডভোকেট ময়নুল আলম

দিনাজপুর-৪: মো. আফতাব উদ্দীন মোল্লা

দিনাজপুর-৫: মাওলানা আনোয়ার হোসেন

দিনাজপুর-৬: মো. আনোয়ারুল ইসলাম

নীলফামারী-১: মাওলানা আব্দুস সাত্তার

নীলফামারী-২: ড. খায়রুল আনাম

নীলফামারী-৩: ওবায়দুল্লাহ খান সালাফী

নীলফামারী-৪: হাফেজ আবদুল মোন্তাকিম

লালমনিরহাট-১: আনোয়ারুল ইসলাম রাজু

লালমনিরহাট-২: অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু

লালমনিরহাট-৩: প্রভাষক হারুন অর রশিদ

রংপুর-১: অধ্যাপক রায়হান সিরাজী

রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম

রংপুর-৩: অধ্যাপক মাহবুবার রহমান বেলাল

রংপুর-৪: এটিএম আজম খান

রংপুর-৫: মো. গোলাম রব্বানী

রংপুর-৬: অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন

কুড়িগ্রাম-১: অধ্যাপক আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রাম-২: অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার

কুড়িগ্রাম-৩: ব্যারিস্টার মাহবুব আলম সালেহী

কুড়িগ্রাম-৪: মোস্তাফিজুর রহমান মোস্তাক

গাইবান্ধা-১: মো. মাজেদুর রহমান

গাইবান্ধা-২: মো. আব্দুল করিম সরকার

গাইবান্ধা-৩: মাওলানা নজরুল ইসলাম

গাইবান্ধা-৪: ডা. আব্দুর রহিম সরকার

গাইবান্ধা-৫: আব্দুল ওয়ারেছ

জয়পুরহাট-১: ডা. ফজলুর রহমান সাঈদ

জয়পুরহাট-২: এসএম রাশেদুল আলম সবুজ

বগুড়া-১: অধ্যক্ষ সাহাবুদ্দিন

বগুড়া-২: মো. শাহাদাতুজ্জামান

বগুড়া-৩: নূর মোহাম্মদ আবু তাহের

বগুড়া-৪: অধ্যক্ষ মাওলানা তায়েব আলী

বগুড়া-৫: মো. দবিবুর রহমান

বগুড়া-৬: আবিদুর রহমান সোহেল

বগুড়া-৭: গোলাম রব্বানী

চাঁপাইনবাবগঞ্জ-১: ড. মো. কেরামত আলী

চাঁপাইনবাবগঞ্জ-২: ড. মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-৩: নুরুল ইসলাম বুলবুল

নওগাঁ-১: অধ্যক্ষ মাহবুবুল হক

নওগাঁ-২: এনামুল হক

নওগাঁ-৩: মুহাম্মদ মাহফুজুর রহমান

নওগাঁ-৪: খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব

নওগাঁ-৫: আ স ম সায়েম

নওগাঁ-৬: মোহাম্মদ খবিরুল ইসলাম

রাজশাহী-১: অধ্যাপক মুজিবুর রহমান

রাজশাহী-৩: অধ্যাপক আবুল কালাম আজাদ

রাজশাহী-৪: ডা. আবদুল বারী সরদার

রাজশাহী-৫: নুরুজ্জামান লিটন

রাজশাহী-৬: অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক

নাটোর-১: মাওলানা আবুল কালাম আজাদ

নাটোর-২: অধ্যাপক মো. ইউনুস আলী

নাটোর-৩: প্রফেসর সাইদুর রহমান

নাটোর-৪: মাওলানা আব্দুল হাকিম

সিরাজগঞ্জ-১: মাওলানা শাহীনুর আলম

সিরাজগঞ্জ-২: অধ্যাপক জাহিদুল ইসলাম

সিরাজগঞ্জ-৩: প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ

সিরাজগঞ্জ-৪: মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ-৫: অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ-৬: অধ্যাপক মিজানুর রহমান

পাবনা-১: ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন

পাবনা-২: অধ্যাপক কেএম হেসাব উদ্দিন

পাবনা-৩: মাওলানা আলী আজগর

পাবনা-৪: অধ্যাপক আবু তালেব মণ্ডল

পাবনা-৫: অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন

মেহেরপুর-১: মাওলানা তাজউদ্দিন খান

মেহেরপুর-২: মো. নাজমুল হুদা

কুষ্টিয়া-১: উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন

কুষ্টিয়া-২: মো. আব্দুল গফুর

কুষ্টিয়া-৩: মুফতি আমির হামযা

কুষ্টিয়া-৪: আফজাল হোসাইন

চুয়াডাঙ্গা-১: মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গা-২: অ্যাডভোকেট মো. রুহুল আমিন

ঝিনাইদহ-১: এএসএম মতিয়ার রহমান

ঝিনাইদহ-২: অধ্যাপক আলী আজম মো. আবু বকর

ঝিনাইদহ-৩: অধ্যাপক মতিউর রহমান

ঝিনাইদহ-৪: মাওলানা আবু তালেব

যশোর-১: মাওলানা আজিজুর রহমান

যশোর-২: ডা. মুসলেহ উদ্দিন ফরিদ

যশোর-৩: আব্দুল কাদের

যশোর-৪: অধ্যাপক গোলাম রসুল

যশোর-৫: গাজী এনামুল হক

যশোর-৬: অধ্যাপক মোক্তার আলী

মাগুরা-১: আব্দুল মতিন

মাগুরা-২: এএমবি বাকের

নড়াইল-১: মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

নড়াইল-২: আতাউর রহমান বাচ্চু

বাগেরহাট-১: অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান

বাগেরহাট-২: শেখ মঞ্জুরুল হক রাহাদ

বাগেরহাট-৩: মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সেখ

বাগেরহাট-৪: অধ্যক্ষ আব্দুল আলিম

খুলনা-১: মাওলানা শেখ আবু ইউসুফ

খুলনা-২: অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

See also  চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

খুলনা-৩: অধ্যাপক মাহফুজুর রহমান

খুলনা-৪: অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম

খুলনা-৫: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

খুলনা-৬: মো. আবুল কালাম আজাদ

সাতক্ষীরা-১: অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ

সাতক্ষীরা-২: মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা-৩: মুহাদ্দিস রবিউল বাশার

সাতক্ষীরা-৪: গাজী নজরুল ইসলাম

বরগুনা-১: মাওলানা মহিবুল্লাহ হারুন

বরগুনা-২: ডা. সুলতান আহম্মেদ

পটুয়াখালী-১: অ্যাডভোকেট নাজমুল আহসান

পটুয়াখালী-২: ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী-৩: অধ্যাপক শাহ আলম

পটুয়াখালী-৪: মাওলানা আব্দুল কাইয়ুম

ভোলা-১: অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম

ভোলা-২: মাওলানা ফজলুল করিম

ভোলা-৩: নিজামুল হক নাইম

ভোলা-৪: মাওলানা মোস্তফা কামাল

বরিশাল-১: মাওলানা কামরুল ইসলাম

বরিশাল-২: মাস্টার আব্দুল মান্নান

বরিশাল-৩: জহিরউদ্দিন মুহাম্মাদ বাবর

বরিশাল-৪: মাওলানা আবদুল জব্বার

বরিশাল-৫: অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল

বরিশাল-৬: মাওলানা মাহমুদুন্নবী

ঝালকাঠি-১: অধ্যাপক ডা. মাও. হেমায়েত উদ্দিন

ঝালকাঠি-২: শেখ নেয়ামুল করিম

পিরোজপুর-১: মাসুদ সাঈদী

পিরোজপুর-২: শামীম সাঈদী

পিরোজপুর-৩: শরীফ আব্দুল জলিল

টাঙ্গাইল-১: মোন্তাজ আলী

টাঙ্গাইল-২: হুমায়ূন কবীর

টাঙ্গাইল-৩: হুসনে মোবারক বাবুল

টাঙ্গাইল-৪: প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক

টাঙ্গাইল-৫: আহসান হাবীব মাসুদ

টাঙ্গাইল-৬: ডা. আব্দুল হামিদ

টাঙ্গাইল-৭: অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার

টাঙ্গাইল-৮: অধ্যাপক শফিকুল ইসলাম খান

জামালপুর-১: নাজমুল হক সাঈদী

জামালপুর-২: ড. ছামিউল হক ফারুকী

জামালপুর-৩: মাওলানা মজিবুর রহমান আজাদী

জামালপুর-৪: অ্যাডভোকেট আব্দুল আউয়াল

জামালপুর-৫: মুহাম্মদ আব্দুস সাত্তার

শেরপুর-১: হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর-২: মুহাম্মদ গোলাম কিবরিয়

শেরপুর-৩: নুরুজ্জামান বাদল

ময়মনসিংহ-১: মাহফুজুর রহমান মুক্তা

ময়মনসিংহ-২: মাহবুব মণ্ডল

ময়মনসিংহ-৩: মাওলানা বদরুজ্জামান

ময়মনসিংহ-৪: কামরুল আহসান

ময়মনসিংহ-৫: মতিউর রহমান আকন্দ

ময়মনসিংহ-৬: কামরুল হাসান মিলন

ময়মনসিংহ-৭: আসাদুজ্জামান সোহেল

ময়মনসিংহ-৮: অধ্যক্ষ মঞ্জুরুল হক

ময়মনসিংহ-৯: অ্যাডভোকেট আনোয়রুল ইসলাম চাঁন

ময়মনসিংহ-১০: ইসমাইল হোসেন সোহেল

ময়মনসিংহ-১১: সাইফ উল্লাহ পাঠান

নেত্রকোনা-১: অধ্যাপক মাওলানা আবুল হাশেম

নেত্রকোনা-২: অধ্যাপক মাওলানা এনামূল হক

নেত্রকোনা-৩: দেলাওয়ার হোসেন সাইফুল

নেত্রকোনা-৪: অধ্যাপক আল হেলাল তালুকদার

নেত্রকোনা-৫: অধ্যাপক মাসুম মোস্তফা

কিশোরগঞ্জ-১: মোসাদ্দেক আলী ভূঁইয়া

কিশোরগঞ্জ-২: শফিকুল ইসলাম মোড়ল

কিশোরগঞ্জ-৩: কর্নেল (অব.) জিহাদ খান

কিশোরগঞ্জ-৪: অ্যাডভোকেট রোকন রেজা

কিশোরগঞ্জ-৫: অধ্যাপক রমজান আলী

কিশোরগঞ্জ-৬: কবির হোসেন

মানিকগঞ্জ-১: ডা. আবু বকর সিদ্দিক

মানিকগঞ্জ-৩: অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন

মুন্সীগঞ্জ-১: একেএম ফখরুদ্দীন রাজী

মুন্সীগঞ্জ-২: অধ্যাপক এবিএম ফজলুল করিম

মুন্সীগঞ্জ-৩: ডা. মুহাম্মদ সুজন শরীফ

ঢাকা-১: ব্যারিস্টার নজরুল ইসলাম

ঢাকা-২: ইঞ্জিনিয়ার তৌফিক হাসান

ঢাকা-৩: অধ্যক্ষ শাহিনুল ইসলাম

ঢাকা-৪: সৈয়দ জয়নুল আবেদীন

ঢাকা-৫: মোহাম্মদ কামাল হোসেন

ঢাকা-৬: ড. আব্দুল মান্নান

ঢাকা-৭: হাজি হাফেজ মো. এনায়েতুল্লাহ

ঢাকা-৮: ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন

ঢাকা-১০: অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার

ঢাকা-১১: অ্যাডভোকেট আতিকুর রহমান

ঢাকা-১২: সাইফুল আলম খান মিলন

ঢাকা-১৩: ডা. মুহাম্মদ মোবারক হোসাইন

ঢাকা-১৪: ব্যারিস্টার আরমান

ঢাকা-১৫: ডা. শফিকুর রহমান

ঢাকা-১৬: আব্দুল বাতেন

ঢাকা-১৭: ডা. এসএম খালিদুজ্জামান

ঢাকা-১৮: অধ্যক্ষ আশরাফুল হক

ঢাকা-১৯: আফজাল হোসাইন

ঢাকা-২০: মাওলানা আব্দুর রউফ

গাজীপুর-১: শাহ আলম বখশী

গাজীপুর-২: হোসেন আলী

গাজীপুর-৩: ড. জাহাঙ্গীর আলম

গাজীপুর-৪: সালাহউদ্দিন আইয়ুবী

গাজীপুর-৫: খায়রুল হাসান

নরসিংদী-১: ইব্রাহিম ভূঁইয়া

নরসিংদী-২: আমজাদ হোসাইন

নরসিংদী-৩: মোস্তাফিজুর রহমান

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের

নরসিংদী-৪: মাওলানা জাহাঙ্গীর আলম

নরসিংদী-৫: মাওলানা জাহাঙ্গীর আলম

নারায়ণগঞ্জ-১: আনোয়ার হোসাইন মোল্লা

নারায়ণগঞ্জ-২: অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা

নারায়ণগঞ্জ-৩: অধ্যক্ষ ইকবাল হোসাইন

নারায়ণগঞ্জ-৪: মাওলানা আব্দুল জব্বার

নারায়ণগঞ্জ-৫: মাওলানা মঈনুদ্দিন আহমেদ

রাজবাড়ী-১: অ্যাডভোকেট নুরুল ইসলাম

রাজবাড়ী-২: হারুন অর রশীদ

ফরিদপুর-১: ড. ইলিয়াছ মোল্লা

ফরিদপুর-২: মাওলানা সোহরাব হোসেন

ফরিদপুর-৩: অধ্যাপক আব্দুত তাওয়াব

ফরিদপুর-৪: মাওলানা সরোয়ার হোসেন

গোপালগঞ্জ-১: মাওলানা আব্দুল হামিদ

গোপালগঞ্জ-২: অ্যাডভোকেট আজমল হোসাইন

গোপালগঞ্জ-৩: অধ্যাপক রেজাউল করিম

মাদারীপুর-১: মাওলানা সারোয়ার হোসেন

মাদারীপুর-২: আব্দুস সোবাহান খান

মাদারীপুর-৩: মো. অ্যাডভোকেট রফিকুল ইসলাম

শরীয়তপুর-১: ড. মোশাররফ হোসেন মাসুদ

শরীয়তপুর-২: অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল

শরীয়তপুর-৩: মোহাম্মদ আজহারুল ইসলাম

সুনামগঞ্জ-১: মাওলানা তোফায়েল আহমেদ খান

সুনামগঞ্জ-২: অ্যাডভোকেট শিশির মনির

সুনামগঞ্জ-৩: অ্যাডভোকেট ইয়াছিন খান

সুনামগঞ্জ-৪: অ্যাডভোকেট শামসউদ্দীন

সুনামগঞ্জ-৫: মাওলানা আব্দুস সালাম মাদানী

সিলেট-১: মাওলানা হাবিবুর রহমান

সিলেট-২: অধ্যাপক আব্দুল হান্নান

সিলেট-৩: মাওলানা লোকমান আহমদ

সিলেট-৪: জয়নাল আবেদীন

সিলেট-৫: হাফেজ আনোয়ার হোসেন খান

সিলেট-৬: মুহাম্মদ সেলিম উদ্দিন

মৌলভীবাজার-১: মাওলানা আমিনুল ইসলাম

মৌলভীবাজার-২: ইঞ্জিনিয়ার শাহেদ আলী

মৌলভীবাজার-৩: আবদুল মান্নান

মৌলভীবাজার-৪: অ্যাডভোকেট আবদুর রব

হবিগঞ্জ-১: মো. শাহজাহান আলী

হবিগঞ্জ-২: অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী

হবিগঞ্জ-৩: কাজী মহসিন আহমেদ

হবিগঞ্জ-৪: মাওলানা মোখলেসুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-১: অধ্যাপক মো. আমিনুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া-২: মাওলানা মুহাম্মদ মোবারক হোসাইন

ব্রাহ্মণবাড়িয়া-৩: জুনায়েদ হাসান

ব্রাহ্মণবাড়িয়া-৪: আতাউর রহমান সরকার

ব্রাহ্মণবাড়িয়া-৫: অ্যাডভোকেট আব্দুল বাতেন

ব্রাহ্মণবাড়িয়া-৬: দেওয়ান নকিবুল হুদা

কুমিল্লা-১: মনিরুজ্জামান বাহালুল

কুমিল্লা-২: নাজিম উদ্দিন মোল্লা

কুমিল্লা-৩: ইউসুফ হাকিম সোহেল

কুমিল্লা-৪: সাইফুল ইসলাম (সহিদ)

কুমিল্লা-৫: ড. মোবারক হোসাইন

কুমিল্লা-৬: কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা-৮: অধ্যক্ষ শফিকুল আলম হেলাল

কুমিল্লা-৯: সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী

কুমিল্লা-১০: মুহাম্মদ ইয়াসিন আরাফাত

কুমিল্লা-১১: ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের

চাঁদপুর-১: মাওলানা আবু নসর আশরাফী

চাঁদপুর-২: ডা. আবদুল মবিন

চাঁদপুর-৩: অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর-৪: মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি

চাঁদপুর-৫: অধ্যাপক আবুল হোসাইন

ফেনী-১: এসএম কামাল উদ্দিন

ফেনী-২: অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া

ফেনী-৩: ডা. মোহাম্মদ ফখরুদ্দিন

নোয়াখালী-১: মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ

নোয়াখালী-২: মাওলানা সাইয়েদ আহমেদ

নোয়াখালী-৩: বোরহান উদ্দিন

নোয়াখালী-৪: ইসহাক খন্দকার

নোয়াখালী-৫: বেলায়েত হোসাইন

নোয়াখালী-৬: অ্যাডভোকেট শাহ মুহাম্মদ মাহফুজুল হক

লক্ষ্মীপুর-১: নাজমুল ইসলাম

লক্ষ্মীপুর-২: এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া

লক্ষ্মীপুর-৩: রেজাউল করিম

লক্ষ্মীপুর-৪: আশরাফুর রহমান হাফিজউল্লা

চট্টগ্রাম-১: অ্যাডভোকেট সাইফুর রহমান

চট্টগ্রাম-২: অধ্যক্ষ নুরুল আমিন

চট্টগ্রাম-৩: আলাউদ্দিন শিকদার

চট্টগ্রাম-৪: আনোয়ার সিদ্দিকী চৌধুরী

চট্টগ্রাম-৫: ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম

চট্টগ্রাম-৬: শাহজাহান মঞ্জু

চট্টগ্রাম-৭: অধ্যক্ষ আমিরুজ্জামান

চট্টগ্রাম-৮: ডা. আবু নাসের

চট্টগ্রাম-৯: ডা. ফজলুল হক

চট্টগ্রাম-১০: অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম-১১: মুহাম্মদ শফি

চট্টগ্রাম-১২: ইঞ্জি. লোকমান

চট্টগ্রাম-১৩: অধ্যাপক মাহমুদুল হাসান

চট্টগ্রাম-১৪: ডা. শাহাদাত হোসাইন

চট্টগ্রাম-১৫: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম-১৬: মোহাম্মদ জহিরুল ইসলাম

কক্সবাজার-১: আব্দুল্লাহ আল ফারুক

কক্সবাজার-২: মাওলানা এএইচএম হামিদুর রহমান আযাদ

কক্সবাজার-৩: শহিদুল আলম বাহাদুর

কক্সবাজার-৪: নুর আহম্মেদ আনোয়ারী

খাগড়াছড়ি: অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী

রাঙ্গামাটি: অ্যাডভোকেট মোক্তার আহমেদ

বান্দরবান: অ্যাডভোকেট আবুল কালাম।

 

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

জামায়াতের ২৯৬ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্তের পথে, এখনো ঘোষণা হয়নি কুমিল্লা-৭ সহ আরো ৪ আসন

১৬ জুন ২০২৫, ১১:৩০

চান্দিনা মেইল অনলাইনঃ 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো আবারও বড় পরিসরে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে দেশের ৩০০ আসনের মধ্যে অন্তত ২৯৬টিতে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। দলীয় নেতাদের ভাষ্য, কেন্দ্রীয় দিকনির্দেশনায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠিতভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে জামায়াত।

নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই দলীয় প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঈদুল আযহার ছুটিকালেও এসব প্রার্থীরা থেমে থাকেননি; বরং তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দলটি।

জানা গেছে, প্রতিটি সম্ভাব্য প্রার্থীকে নিজ নিজ এলাকায় সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বলা হয়েছে। ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, জনগণের আস্থা অর্জন ও অতীত সরকারের সময়কার দমন-পীড়নের বিষয় তুলে ধরতে নির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনপূর্ব বিভিন্ন সভা-সমাবেশেও সক্রিয় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জামায়াত নেতাদের মতে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আগে ‘প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার’ অত্যাবশ্যক। তারা জানান, নির্বাচনমুখী দল হিসেবে জামায়াত সব সময় প্রস্তুত থাকলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমরা এখনো চূড়ান্ত কোনো আসনসংখ্যা ঘোষণা করিনি। যেটা বলা হচ্ছে, সেটি একটি প্রাথমিক তালিকা। রাজনৈতিক সমঝোতা, জোট এবং মাঠের বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তবে দলীয় প্রার্থীরা যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, “জামায়াত একটি নির্বাচনমুখী দল। অতীতেও নির্বাচন করেছি, এখনো করছি। জাতীয় নির্বাচনসহ যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমরা প্রস্তুত আছি।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, জামায়াত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিলেও ইসলামপন্থি দলগুলোর সঙ্গে জোট গঠনের উদ্যোগও রয়েছে। এই জোটের আওতায় নির্বাচনে গেলে আসন ভাগাভাগির বিষয়টিও আলোচনায় আসবে।

বর্তমানে দলটির প্রাথমিক তালিকায় কিছু আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম রাখা হয়েছে। আগামী আগস্ট থেকে অক্টোবরের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপট ও মাঠের বাস্তবতা পর্যালোচনা করে তালিকা চূড়ান্ত করা হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

তবে চারটি আসন—রাজশাহী-২, মানিকগঞ্জ-২, ঢাকা-৯ ও কুমিল্লা-৭—এ এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে কয়েকটি আসনে প্রার্থীদের নাম পরিবর্তনও হয়েছে। ভবিষ্যতে আরও কিছু পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

২০২৪ সালের গণ-আন্দোলনের পর থেকেই জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে। দলের নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিন পর এমন নির্বাচনী প্রস্তুতি তাদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

দলটির একজন দায়িত্বশীল কেন্দ্রীয় নেতা বলেন, “আমরা এখন আর কৌশলগত রাজনীতিতে আটকে নেই। জনগণের রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই। গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

জামায়াতের প্রাথমিক প্রার্থী তালিকা (২৯৬ আসন):

পঞ্চগড়-১: অধ্যাপক ইকবাল হোসেন

পঞ্চগড়-২: মুহাম্মদ সফিউল্লাহ সুফি

ঠাকুরগাঁও-১: দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-২: মাওলানা আব্দুল হাকিম

ঠাকুরগাঁও-৩: মিজানুর রহমান

দিনাজপুর-১: মো. মতিউর রহমান

দিনাজপুর-২: অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের

দিনাজপুর-৩: অ্যাডভোকেট ময়নুল আলম

দিনাজপুর-৪: মো. আফতাব উদ্দীন মোল্লা

দিনাজপুর-৫: মাওলানা আনোয়ার হোসেন

দিনাজপুর-৬: মো. আনোয়ারুল ইসলাম

নীলফামারী-১: মাওলানা আব্দুস সাত্তার

নীলফামারী-২: ড. খায়রুল আনাম

নীলফামারী-৩: ওবায়দুল্লাহ খান সালাফী

নীলফামারী-৪: হাফেজ আবদুল মোন্তাকিম

লালমনিরহাট-১: আনোয়ারুল ইসলাম রাজু

লালমনিরহাট-২: অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু

লালমনিরহাট-৩: প্রভাষক হারুন অর রশিদ

রংপুর-১: অধ্যাপক রায়হান সিরাজী

রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম

রংপুর-৩: অধ্যাপক মাহবুবার রহমান বেলাল

রংপুর-৪: এটিএম আজম খান

রংপুর-৫: মো. গোলাম রব্বানী

রংপুর-৬: অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন

কুড়িগ্রাম-১: অধ্যাপক আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রাম-২: অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার

কুড়িগ্রাম-৩: ব্যারিস্টার মাহবুব আলম সালেহী

কুড়িগ্রাম-৪: মোস্তাফিজুর রহমান মোস্তাক

গাইবান্ধা-১: মো. মাজেদুর রহমান

গাইবান্ধা-২: মো. আব্দুল করিম সরকার

গাইবান্ধা-৩: মাওলানা নজরুল ইসলাম

গাইবান্ধা-৪: ডা. আব্দুর রহিম সরকার

গাইবান্ধা-৫: আব্দুল ওয়ারেছ

জয়পুরহাট-১: ডা. ফজলুর রহমান সাঈদ

জয়পুরহাট-২: এসএম রাশেদুল আলম সবুজ

বগুড়া-১: অধ্যক্ষ সাহাবুদ্দিন

বগুড়া-২: মো. শাহাদাতুজ্জামান

বগুড়া-৩: নূর মোহাম্মদ আবু তাহের

বগুড়া-৪: অধ্যক্ষ মাওলানা তায়েব আলী

বগুড়া-৫: মো. দবিবুর রহমান

বগুড়া-৬: আবিদুর রহমান সোহেল

বগুড়া-৭: গোলাম রব্বানী

চাঁপাইনবাবগঞ্জ-১: ড. মো. কেরামত আলী

চাঁপাইনবাবগঞ্জ-২: ড. মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-৩: নুরুল ইসলাম বুলবুল

নওগাঁ-১: অধ্যক্ষ মাহবুবুল হক

নওগাঁ-২: এনামুল হক

নওগাঁ-৩: মুহাম্মদ মাহফুজুর রহমান

নওগাঁ-৪: খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব

নওগাঁ-৫: আ স ম সায়েম

নওগাঁ-৬: মোহাম্মদ খবিরুল ইসলাম

রাজশাহী-১: অধ্যাপক মুজিবুর রহমান

রাজশাহী-৩: অধ্যাপক আবুল কালাম আজাদ

রাজশাহী-৪: ডা. আবদুল বারী সরদার

রাজশাহী-৫: নুরুজ্জামান লিটন

রাজশাহী-৬: অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক

নাটোর-১: মাওলানা আবুল কালাম আজাদ

নাটোর-২: অধ্যাপক মো. ইউনুস আলী

নাটোর-৩: প্রফেসর সাইদুর রহমান

নাটোর-৪: মাওলানা আব্দুল হাকিম

সিরাজগঞ্জ-১: মাওলানা শাহীনুর আলম

সিরাজগঞ্জ-২: অধ্যাপক জাহিদুল ইসলাম

সিরাজগঞ্জ-৩: প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ

সিরাজগঞ্জ-৪: মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ-৫: অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ-৬: অধ্যাপক মিজানুর রহমান

পাবনা-১: ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন

পাবনা-২: অধ্যাপক কেএম হেসাব উদ্দিন

পাবনা-৩: মাওলানা আলী আজগর

পাবনা-৪: অধ্যাপক আবু তালেব মণ্ডল

পাবনা-৫: অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন

মেহেরপুর-১: মাওলানা তাজউদ্দিন খান

মেহেরপুর-২: মো. নাজমুল হুদা

কুষ্টিয়া-১: উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন

কুষ্টিয়া-২: মো. আব্দুল গফুর

কুষ্টিয়া-৩: মুফতি আমির হামযা

কুষ্টিয়া-৪: আফজাল হোসাইন

চুয়াডাঙ্গা-১: মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গা-২: অ্যাডভোকেট মো. রুহুল আমিন

ঝিনাইদহ-১: এএসএম মতিয়ার রহমান

ঝিনাইদহ-২: অধ্যাপক আলী আজম মো. আবু বকর

ঝিনাইদহ-৩: অধ্যাপক মতিউর রহমান

ঝিনাইদহ-৪: মাওলানা আবু তালেব

যশোর-১: মাওলানা আজিজুর রহমান

যশোর-২: ডা. মুসলেহ উদ্দিন ফরিদ

যশোর-৩: আব্দুল কাদের

যশোর-৪: অধ্যাপক গোলাম রসুল

যশোর-৫: গাজী এনামুল হক

যশোর-৬: অধ্যাপক মোক্তার আলী

মাগুরা-১: আব্দুল মতিন

মাগুরা-২: এএমবি বাকের

নড়াইল-১: মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

নড়াইল-২: আতাউর রহমান বাচ্চু

বাগেরহাট-১: অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান

বাগেরহাট-২: শেখ মঞ্জুরুল হক রাহাদ

বাগেরহাট-৩: মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সেখ

বাগেরহাট-৪: অধ্যক্ষ আব্দুল আলিম

খুলনা-১: মাওলানা শেখ আবু ইউসুফ

খুলনা-২: অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

See also  চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

খুলনা-৩: অধ্যাপক মাহফুজুর রহমান

খুলনা-৪: অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম

খুলনা-৫: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

খুলনা-৬: মো. আবুল কালাম আজাদ

সাতক্ষীরা-১: অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ

সাতক্ষীরা-২: মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা-৩: মুহাদ্দিস রবিউল বাশার

সাতক্ষীরা-৪: গাজী নজরুল ইসলাম

বরগুনা-১: মাওলানা মহিবুল্লাহ হারুন

বরগুনা-২: ডা. সুলতান আহম্মেদ

পটুয়াখালী-১: অ্যাডভোকেট নাজমুল আহসান

পটুয়াখালী-২: ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী-৩: অধ্যাপক শাহ আলম

পটুয়াখালী-৪: মাওলানা আব্দুল কাইয়ুম

ভোলা-১: অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম

ভোলা-২: মাওলানা ফজলুল করিম

ভোলা-৩: নিজামুল হক নাইম

ভোলা-৪: মাওলানা মোস্তফা কামাল

বরিশাল-১: মাওলানা কামরুল ইসলাম

বরিশাল-২: মাস্টার আব্দুল মান্নান

বরিশাল-৩: জহিরউদ্দিন মুহাম্মাদ বাবর

বরিশাল-৪: মাওলানা আবদুল জব্বার

বরিশাল-৫: অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল

বরিশাল-৬: মাওলানা মাহমুদুন্নবী

ঝালকাঠি-১: অধ্যাপক ডা. মাও. হেমায়েত উদ্দিন

ঝালকাঠি-২: শেখ নেয়ামুল করিম

পিরোজপুর-১: মাসুদ সাঈদী

পিরোজপুর-২: শামীম সাঈদী

পিরোজপুর-৩: শরীফ আব্দুল জলিল

টাঙ্গাইল-১: মোন্তাজ আলী

টাঙ্গাইল-২: হুমায়ূন কবীর

টাঙ্গাইল-৩: হুসনে মোবারক বাবুল

টাঙ্গাইল-৪: প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক

টাঙ্গাইল-৫: আহসান হাবীব মাসুদ

টাঙ্গাইল-৬: ডা. আব্দুল হামিদ

টাঙ্গাইল-৭: অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার

টাঙ্গাইল-৮: অধ্যাপক শফিকুল ইসলাম খান

জামালপুর-১: নাজমুল হক সাঈদী

জামালপুর-২: ড. ছামিউল হক ফারুকী

জামালপুর-৩: মাওলানা মজিবুর রহমান আজাদী

জামালপুর-৪: অ্যাডভোকেট আব্দুল আউয়াল

জামালপুর-৫: মুহাম্মদ আব্দুস সাত্তার

শেরপুর-১: হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর-২: মুহাম্মদ গোলাম কিবরিয়

শেরপুর-৩: নুরুজ্জামান বাদল

ময়মনসিংহ-১: মাহফুজুর রহমান মুক্তা

ময়মনসিংহ-২: মাহবুব মণ্ডল

ময়মনসিংহ-৩: মাওলানা বদরুজ্জামান

ময়মনসিংহ-৪: কামরুল আহসান

ময়মনসিংহ-৫: মতিউর রহমান আকন্দ

ময়মনসিংহ-৬: কামরুল হাসান মিলন

ময়মনসিংহ-৭: আসাদুজ্জামান সোহেল

ময়মনসিংহ-৮: অধ্যক্ষ মঞ্জুরুল হক

ময়মনসিংহ-৯: অ্যাডভোকেট আনোয়রুল ইসলাম চাঁন

ময়মনসিংহ-১০: ইসমাইল হোসেন সোহেল

ময়মনসিংহ-১১: সাইফ উল্লাহ পাঠান

নেত্রকোনা-১: অধ্যাপক মাওলানা আবুল হাশেম

নেত্রকোনা-২: অধ্যাপক মাওলানা এনামূল হক

নেত্রকোনা-৩: দেলাওয়ার হোসেন সাইফুল

নেত্রকোনা-৪: অধ্যাপক আল হেলাল তালুকদার

নেত্রকোনা-৫: অধ্যাপক মাসুম মোস্তফা

কিশোরগঞ্জ-১: মোসাদ্দেক আলী ভূঁইয়া

কিশোরগঞ্জ-২: শফিকুল ইসলাম মোড়ল

কিশোরগঞ্জ-৩: কর্নেল (অব.) জিহাদ খান

কিশোরগঞ্জ-৪: অ্যাডভোকেট রোকন রেজা

কিশোরগঞ্জ-৫: অধ্যাপক রমজান আলী

কিশোরগঞ্জ-৬: কবির হোসেন

মানিকগঞ্জ-১: ডা. আবু বকর সিদ্দিক

মানিকগঞ্জ-৩: অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন

মুন্সীগঞ্জ-১: একেএম ফখরুদ্দীন রাজী

মুন্সীগঞ্জ-২: অধ্যাপক এবিএম ফজলুল করিম

মুন্সীগঞ্জ-৩: ডা. মুহাম্মদ সুজন শরীফ

ঢাকা-১: ব্যারিস্টার নজরুল ইসলাম

ঢাকা-২: ইঞ্জিনিয়ার তৌফিক হাসান

ঢাকা-৩: অধ্যক্ষ শাহিনুল ইসলাম

ঢাকা-৪: সৈয়দ জয়নুল আবেদীন

ঢাকা-৫: মোহাম্মদ কামাল হোসেন

ঢাকা-৬: ড. আব্দুল মান্নান

ঢাকা-৭: হাজি হাফেজ মো. এনায়েতুল্লাহ

ঢাকা-৮: ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন

ঢাকা-১০: অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার

ঢাকা-১১: অ্যাডভোকেট আতিকুর রহমান

ঢাকা-১২: সাইফুল আলম খান মিলন

ঢাকা-১৩: ডা. মুহাম্মদ মোবারক হোসাইন

ঢাকা-১৪: ব্যারিস্টার আরমান

ঢাকা-১৫: ডা. শফিকুর রহমান

ঢাকা-১৬: আব্দুল বাতেন

ঢাকা-১৭: ডা. এসএম খালিদুজ্জামান

ঢাকা-১৮: অধ্যক্ষ আশরাফুল হক

ঢাকা-১৯: আফজাল হোসাইন

ঢাকা-২০: মাওলানা আব্দুর রউফ

গাজীপুর-১: শাহ আলম বখশী

গাজীপুর-২: হোসেন আলী

গাজীপুর-৩: ড. জাহাঙ্গীর আলম

গাজীপুর-৪: সালাহউদ্দিন আইয়ুবী

গাজীপুর-৫: খায়রুল হাসান

নরসিংদী-১: ইব্রাহিম ভূঁইয়া

নরসিংদী-২: আমজাদ হোসাইন

নরসিংদী-৩: মোস্তাফিজুর রহমান

See also  দেবিদ্বারে বিএনপির ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নরসিংদী-৪: মাওলানা জাহাঙ্গীর আলম

নরসিংদী-৫: মাওলানা জাহাঙ্গীর আলম

নারায়ণগঞ্জ-১: আনোয়ার হোসাইন মোল্লা

নারায়ণগঞ্জ-২: অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা

নারায়ণগঞ্জ-৩: অধ্যক্ষ ইকবাল হোসাইন

নারায়ণগঞ্জ-৪: মাওলানা আব্দুল জব্বার

নারায়ণগঞ্জ-৫: মাওলানা মঈনুদ্দিন আহমেদ

রাজবাড়ী-১: অ্যাডভোকেট নুরুল ইসলাম

রাজবাড়ী-২: হারুন অর রশীদ

ফরিদপুর-১: ড. ইলিয়াছ মোল্লা

ফরিদপুর-২: মাওলানা সোহরাব হোসেন

ফরিদপুর-৩: অধ্যাপক আব্দুত তাওয়াব

ফরিদপুর-৪: মাওলানা সরোয়ার হোসেন

গোপালগঞ্জ-১: মাওলানা আব্দুল হামিদ

গোপালগঞ্জ-২: অ্যাডভোকেট আজমল হোসাইন

গোপালগঞ্জ-৩: অধ্যাপক রেজাউল করিম

মাদারীপুর-১: মাওলানা সারোয়ার হোসেন

মাদারীপুর-২: আব্দুস সোবাহান খান

মাদারীপুর-৩: মো. অ্যাডভোকেট রফিকুল ইসলাম

শরীয়তপুর-১: ড. মোশাররফ হোসেন মাসুদ

শরীয়তপুর-২: অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল

শরীয়তপুর-৩: মোহাম্মদ আজহারুল ইসলাম

সুনামগঞ্জ-১: মাওলানা তোফায়েল আহমেদ খান

সুনামগঞ্জ-২: অ্যাডভোকেট শিশির মনির

সুনামগঞ্জ-৩: অ্যাডভোকেট ইয়াছিন খান

সুনামগঞ্জ-৪: অ্যাডভোকেট শামসউদ্দীন

সুনামগঞ্জ-৫: মাওলানা আব্দুস সালাম মাদানী

সিলেট-১: মাওলানা হাবিবুর রহমান

সিলেট-২: অধ্যাপক আব্দুল হান্নান

সিলেট-৩: মাওলানা লোকমান আহমদ

সিলেট-৪: জয়নাল আবেদীন

সিলেট-৫: হাফেজ আনোয়ার হোসেন খান

সিলেট-৬: মুহাম্মদ সেলিম উদ্দিন

মৌলভীবাজার-১: মাওলানা আমিনুল ইসলাম

মৌলভীবাজার-২: ইঞ্জিনিয়ার শাহেদ আলী

মৌলভীবাজার-৩: আবদুল মান্নান

মৌলভীবাজার-৪: অ্যাডভোকেট আবদুর রব

হবিগঞ্জ-১: মো. শাহজাহান আলী

হবিগঞ্জ-২: অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী

হবিগঞ্জ-৩: কাজী মহসিন আহমেদ

হবিগঞ্জ-৪: মাওলানা মোখলেসুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-১: অধ্যাপক মো. আমিনুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া-২: মাওলানা মুহাম্মদ মোবারক হোসাইন

ব্রাহ্মণবাড়িয়া-৩: জুনায়েদ হাসান

ব্রাহ্মণবাড়িয়া-৪: আতাউর রহমান সরকার

ব্রাহ্মণবাড়িয়া-৫: অ্যাডভোকেট আব্দুল বাতেন

ব্রাহ্মণবাড়িয়া-৬: দেওয়ান নকিবুল হুদা

কুমিল্লা-১: মনিরুজ্জামান বাহালুল

কুমিল্লা-২: নাজিম উদ্দিন মোল্লা

কুমিল্লা-৩: ইউসুফ হাকিম সোহেল

কুমিল্লা-৪: সাইফুল ইসলাম (সহিদ)

কুমিল্লা-৫: ড. মোবারক হোসাইন

কুমিল্লা-৬: কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা-৮: অধ্যক্ষ শফিকুল আলম হেলাল

কুমিল্লা-৯: সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী

কুমিল্লা-১০: মুহাম্মদ ইয়াসিন আরাফাত

কুমিল্লা-১১: ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের

চাঁদপুর-১: মাওলানা আবু নসর আশরাফী

চাঁদপুর-২: ডা. আবদুল মবিন

চাঁদপুর-৩: অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর-৪: মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি

চাঁদপুর-৫: অধ্যাপক আবুল হোসাইন

ফেনী-১: এসএম কামাল উদ্দিন

ফেনী-২: অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া

ফেনী-৩: ডা. মোহাম্মদ ফখরুদ্দিন

নোয়াখালী-১: মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ

নোয়াখালী-২: মাওলানা সাইয়েদ আহমেদ

নোয়াখালী-৩: বোরহান উদ্দিন

নোয়াখালী-৪: ইসহাক খন্দকার

নোয়াখালী-৫: বেলায়েত হোসাইন

নোয়াখালী-৬: অ্যাডভোকেট শাহ মুহাম্মদ মাহফুজুল হক

লক্ষ্মীপুর-১: নাজমুল ইসলাম

লক্ষ্মীপুর-২: এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া

লক্ষ্মীপুর-৩: রেজাউল করিম

লক্ষ্মীপুর-৪: আশরাফুর রহমান হাফিজউল্লা

চট্টগ্রাম-১: অ্যাডভোকেট সাইফুর রহমান

চট্টগ্রাম-২: অধ্যক্ষ নুরুল আমিন

চট্টগ্রাম-৩: আলাউদ্দিন শিকদার

চট্টগ্রাম-৪: আনোয়ার সিদ্দিকী চৌধুরী

চট্টগ্রাম-৫: ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম

চট্টগ্রাম-৬: শাহজাহান মঞ্জু

চট্টগ্রাম-৭: অধ্যক্ষ আমিরুজ্জামান

চট্টগ্রাম-৮: ডা. আবু নাসের

চট্টগ্রাম-৯: ডা. ফজলুল হক

চট্টগ্রাম-১০: অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম-১১: মুহাম্মদ শফি

চট্টগ্রাম-১২: ইঞ্জি. লোকমান

চট্টগ্রাম-১৩: অধ্যাপক মাহমুদুল হাসান

চট্টগ্রাম-১৪: ডা. শাহাদাত হোসাইন

চট্টগ্রাম-১৫: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম-১৬: মোহাম্মদ জহিরুল ইসলাম

কক্সবাজার-১: আব্দুল্লাহ আল ফারুক

কক্সবাজার-২: মাওলানা এএইচএম হামিদুর রহমান আযাদ

কক্সবাজার-৩: শহিদুল আলম বাহাদুর

কক্সবাজার-৪: নুর আহম্মেদ আনোয়ারী

খাগড়াছড়ি: অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী

রাঙ্গামাটি: অ্যাডভোকেট মোক্তার আহমেদ

বান্দরবান: অ্যাডভোকেট আবুল কালাম।