Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ১১:৩০ এ.এম

জামায়াতের ২৯৬ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্তের পথে, এখনো ঘোষণা হয়নি কুমিল্লা-৭ সহ আরো ৪ আসন

চান্দিনা মেইল অনলাইনঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো আবারও বড় পরিসরে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে দেশের ৩০০ আসনের মধ্যে অন্তত ২৯৬টিতে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। দলীয় নেতাদের ভাষ্য, কেন্দ্রীয় দিকনির্দেশনায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠিতভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে জামায়াত। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই দলীয় প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঈদুল আযহার ছুটিকালেও এসব প্রার্থীরা থেমে থাকেননি; বরং তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দলটি। জানা গেছে, প্রতিটি সম্ভাব্য প্রার্থীকে নিজ নিজ এলাকায় সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বলা হয়েছে। ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, জনগণের আস্থা অর্জন ও অতীত সরকারের সময়কার দমন-পীড়নের বিষয় তুলে ধরতে নির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনপূর্ব বিভিন্ন সভা-সমাবেশেও সক্রিয় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জামায়াত নেতাদের মতে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আগে ‘প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার’ অত্যাবশ্যক। তারা জানান, নির্বাচনমুখী দল হিসেবে জামায়াত সব সময় প্রস্তুত থাকলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, "আমরা এখনো চূড়ান্ত কোনো আসনসংখ্যা ঘোষণা করিনি। যেটা বলা হচ্ছে, সেটি একটি প্রাথমিক তালিকা। রাজনৈতিক সমঝোতা, জোট এবং মাঠের বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তবে দলীয় প্রার্থীরা যেকোনো সিদ্ধান্ত...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন