
দেশের বাজারে সোনার দামে আবারও বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। বিশ্ববাজারে অস্থিরতার প্রভাবে স্থানীয় বাজারেও এর ঢেউ লেগেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভালো মানের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার টাকার ঘর অতিক্রম করল।
শনিবার (১৩ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বর্ধিত এই নতুন দাম আগামীকাল রোববার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দামে বড় উত্থান দেখা গেছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের বাজারেও সোনার নতুন দাম সমন্বয় করা হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, রোববার থেকে নতুন মূল্য হবে—
২২ ক্যারেট: ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।
সোনার পাশাপাশি রুপার বাজারেও উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ক্যাটাগরি অনুযায়ী রুপার নতুন দাম দাঁড়িয়েছে
২২ ক্যারেট: ৪ হাজার ৫৭২ টাকা।
২১ ক্যারেট: ৪ হাজার ৩৬২ টাকা।
১৮ ক্যারেট: ৩ হাজার ৭৩২ টাকা।
সনাতন পদ্ধতি: ২ হাজার ৮০০ টাকা।
উল্লেখ্য, দেশের ইতিহাসে সোনার দামের এটিই সর্বোচ্চ রেকর্ড। এর আগে সোনার দাম বিভিন্ন সময়ে ওঠানামা করলেও, এবার তা সব রেকর্ড ভেঙে ২ লাখ ১৫ হাজার টাকার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল।
অনলাইন ডেস্ক 



















