সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস
কুমিল্লা-২ ও কুমিল্লা-৭ আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি।

কুমিল্লায় দুটি ফাঁকা রেখে ৯ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে নয়টিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দুটি আসনে কোনো প্রার্থীর নাম দেয়নি দলটি।

সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে বলে জানান তিনি।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনে সাবেক সংসদ সদস্য দেবিদ্বার ইঞ্জিনিয়ার নজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে লড়বেন।

এ ছাড়া কুমিল্লা-৮ (বরুড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নাম ঘোষণা করা হয়।

তবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা হবে বলে বলে সংবাদ সম্মেলনে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্যে কুমিল্লা-২ এ সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ ছাড়া কুমিল্লা-৭ আসনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে কেবল খালেদা জিয়াই একাধিক আসনে প্রার্থী হয়েছেন। তার তিনটিসহ মোট ১২টি আসনে ১০ জন নারী বিএনপির মনোনয়ন পেয়েছেন।

See also  চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

তারেক রহমান এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর গত ১৭ বছর ধরে তিনি লন্ডনে বসবাস করছেন।

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

কুমিল্লা-২ ও কুমিল্লা-৭ আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি।

কুমিল্লায় দুটি ফাঁকা রেখে ৯ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

৩ নভেম্বর ২০২৫, ১০:১০

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে নয়টিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দুটি আসনে কোনো প্রার্থীর নাম দেয়নি দলটি।

সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে বলে জানান তিনি।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনে সাবেক সংসদ সদস্য দেবিদ্বার ইঞ্জিনিয়ার নজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে লড়বেন।

এ ছাড়া কুমিল্লা-৮ (বরুড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নাম ঘোষণা করা হয়।

তবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা হবে বলে বলে সংবাদ সম্মেলনে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্যে কুমিল্লা-২ এ সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ ছাড়া কুমিল্লা-৭ আসনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে কেবল খালেদা জিয়াই একাধিক আসনে প্রার্থী হয়েছেন। তার তিনটিসহ মোট ১২টি আসনে ১০ জন নারী বিএনপির মনোনয়ন পেয়েছেন।

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই

তারেক রহমান এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর গত ১৭ বছর ধরে তিনি লন্ডনে বসবাস করছেন।