Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১০:১০ পি.এম

কুমিল্লায় দুটি ফাঁকা রেখে ৯ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে নয়টিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দুটি আসনে কোনো প্রার্থীর নাম দেয়নি দলটি। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে বলে জানান তিনি। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনে সাবেক সংসদ সদস্য দেবিদ্বার ইঞ্জিনিয়ার নজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে লড়বেন। এ ছাড়া কুমিল্লা-৮ (বরুড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নাম ঘোষণা করা হয়। তবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা হবে বলে বলে সংবাদ সম্মেলনে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে কুমিল্লা-২ এ সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ ছাড়া কুমিল্লা-৭...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন