সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫

চান্দিনা মেইল অনলাইনঃ

মাদারীপুরের শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকার কাজীর দোকান সংলগ্ন পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। আহতদের অধিকাংশই উপজেলার পাঁচ্চর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে বের হন। তারা দত্তপাড়া হয়ে চরশ্যামাইল এলাকায় পৌঁছালে কাজীর দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জয় বাংলার স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ শতাধিক ব্যক্তি বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের একজন বলেন, “আমরা লিফলেট বিতরণ করতে দত্তপাড়া থেকে শিবচর আসছিলাম। চরশ্যামাইল এলাকায় পৌঁছালে হঠাৎ শতাধিক লোক আমাদের ওপর হামলা চালায়। অনেকেই খাল-বিল সাঁতরে প্রাণে রক্ষা পেয়েছেন।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনপূর্ব সময়ে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এমন সহিংসতা উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

See also  চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫

১২ অগাস্ট ২০২৫, ১১:৪১

চান্দিনা মেইল অনলাইনঃ

মাদারীপুরের শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকার কাজীর দোকান সংলগ্ন পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। আহতদের অধিকাংশই উপজেলার পাঁচ্চর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে বের হন। তারা দত্তপাড়া হয়ে চরশ্যামাইল এলাকায় পৌঁছালে কাজীর দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জয় বাংলার স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ শতাধিক ব্যক্তি বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের একজন বলেন, “আমরা লিফলেট বিতরণ করতে দত্তপাড়া থেকে শিবচর আসছিলাম। চরশ্যামাইল এলাকায় পৌঁছালে হঠাৎ শতাধিক লোক আমাদের ওপর হামলা চালায়। অনেকেই খাল-বিল সাঁতরে প্রাণে রক্ষা পেয়েছেন।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনপূর্ব সময়ে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এমন সহিংসতা উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের