Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ১১:৪১ এ.এম

‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫

চান্দিনা মেইল অনলাইনঃ মাদারীপুরের শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকার কাজীর দোকান সংলগ্ন পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। আহতদের অধিকাংশই উপজেলার পাঁচ্চর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে বের হন। তারা দত্তপাড়া হয়ে চরশ্যামাইল এলাকায় পৌঁছালে কাজীর দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জয় বাংলার স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ শতাধিক ব্যক্তি বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের একজন বলেন, “আমরা লিফলেট বিতরণ করতে দত্তপাড়া থেকে শিবচর আসছিলাম। চরশ্যামাইল এলাকায় পৌঁছালে হঠাৎ শতাধিক লোক আমাদের ওপর হামলা চালায়। অনেকেই খাল-বিল সাঁতরে প্রাণে রক্ষা পেয়েছেন।” শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন