সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

আ.লীগ আগের মতোই শান্তিতে বসবাস করছে, এটা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা

নিজস্ব প্রতিনিধিঃ

আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও শান্তিতে বসবাস করছে, যা গণহত্যার বিচারপ্রক্রিয়ার ব্যর্থতা— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “৫ আগস্টের আগে যেমন শান্তিতে ছিল, এখনও তেমনি শান্তিতে আছে। এটা আমাদের ব্যর্থতা, আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা।”

শুক্রবার (১৬ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত “জুলাই সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল, এখন মে মাস। অথচ আজ ১৬ মে হলেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠিত হয়নি। কেন হয়নি, জাতি জানতে চায়।”

তিনি আরও বলেন, “যারা এই গণহত্যায় জড়িত, কোনো কোনো বিচারক তাদের জামিন দিয়ে দেন। কারা এসবের পেছনে, কারা ইন্ধন দিচ্ছে— তা জাতির সামনে প্রকাশ করুন। আপনি যদি কাজ করতে না পারেন, প্রেশারে থাকেন, তাহলে সেটাও খোলাসা করুন। আমরা বিচার চাই, খুনিদের বিচার ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য নয়।”

“নির্বাচন না সংস্কার” স্লোগানকে ‘আপত্তিকর’ উল্লেখ করে তিনি বলেন, “আমরা নির্বাচন ও সংস্কার— উভয়ই চাই। বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন চাই। ভারত, পাকিস্তান বা কোনো বিদেশি শক্তির দাস হতে চাই না। মানবিক করিডর নিয়ে ওঠা প্রশ্নেরও স্পষ্ট জবাব চাই।”

তিনি আরও বলেন, “আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, সেটি নষ্ট হলে পতিত শক্তির লাভ হবে। কুমিল্লার রাজনৈতিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সব রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করতে হবে।”

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

See also  কুমিল্লার নতুন এসপি আনিসুজ্জামান

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

আ.লীগ আগের মতোই শান্তিতে বসবাস করছে, এটা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা

১৬ মে ২০২৫, ১০:৪৩

নিজস্ব প্রতিনিধিঃ

আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও শান্তিতে বসবাস করছে, যা গণহত্যার বিচারপ্রক্রিয়ার ব্যর্থতা— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “৫ আগস্টের আগে যেমন শান্তিতে ছিল, এখনও তেমনি শান্তিতে আছে। এটা আমাদের ব্যর্থতা, আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা।”

শুক্রবার (১৬ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত “জুলাই সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল, এখন মে মাস। অথচ আজ ১৬ মে হলেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠিত হয়নি। কেন হয়নি, জাতি জানতে চায়।”

তিনি আরও বলেন, “যারা এই গণহত্যায় জড়িত, কোনো কোনো বিচারক তাদের জামিন দিয়ে দেন। কারা এসবের পেছনে, কারা ইন্ধন দিচ্ছে— তা জাতির সামনে প্রকাশ করুন। আপনি যদি কাজ করতে না পারেন, প্রেশারে থাকেন, তাহলে সেটাও খোলাসা করুন। আমরা বিচার চাই, খুনিদের বিচার ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য নয়।”

“নির্বাচন না সংস্কার” স্লোগানকে ‘আপত্তিকর’ উল্লেখ করে তিনি বলেন, “আমরা নির্বাচন ও সংস্কার— উভয়ই চাই। বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন চাই। ভারত, পাকিস্তান বা কোনো বিদেশি শক্তির দাস হতে চাই না। মানবিক করিডর নিয়ে ওঠা প্রশ্নেরও স্পষ্ট জবাব চাই।”

তিনি আরও বলেন, “আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, সেটি নষ্ট হলে পতিত শক্তির লাভ হবে। কুমিল্লার রাজনৈতিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সব রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করতে হবে।”

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের