Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১০:৪৩ পি.এম

আ.লীগ আগের মতোই শান্তিতে বসবাস করছে, এটা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা

নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও শান্তিতে বসবাস করছে, যা গণহত্যার বিচারপ্রক্রিয়ার ব্যর্থতা— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “৫ আগস্টের আগে যেমন শান্তিতে ছিল, এখনও তেমনি শান্তিতে আছে। এটা আমাদের ব্যর্থতা, আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা।” শুক্রবার (১৬ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত “জুলাই সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল, এখন মে মাস। অথচ আজ ১৬ মে হলেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠিত হয়নি। কেন হয়নি, জাতি জানতে চায়।” তিনি আরও বলেন, “যারা এই গণহত্যায় জড়িত, কোনো কোনো বিচারক তাদের জামিন দিয়ে দেন। কারা এসবের পেছনে, কারা ইন্ধন দিচ্ছে— তা জাতির সামনে প্রকাশ করুন। আপনি যদি কাজ করতে না পারেন, প্রেশারে থাকেন, তাহলে সেটাও খোলাসা করুন। আমরা বিচার চাই, খুনিদের বিচার ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য নয়।” “নির্বাচন না সংস্কার” স্লোগানকে ‘আপত্তিকর’ উল্লেখ করে তিনি বলেন, “আমরা নির্বাচন ও সংস্কার— উভয়ই চাই। বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন চাই। ভারত, পাকিস্তান বা কোনো বিদেশি শক্তির দাস হতে চাই না। মানবিক করিডর নিয়ে ওঠা প্রশ্নেরও স্পষ্ট জবাব চাই।” তিনি আরও বলেন, “আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, সেটি নষ্ট হলে পতিত শক্তির লাভ হবে। কুমিল্লার রাজনৈতিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সব রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করতে হবে।”...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন