সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

আওয়ামী লীগ নিষিদ্ধ: অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধিঃ

ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের টানা আন্দোলনের মুখে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১০ মে) রাত ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সংশ্লিষ্ট সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে বিচার করতে এবং প্রয়োজনে শাস্তি প্রদান করতে পারবে।

এই আইনি সংশোধনের পরিপ্রেক্ষিতে, আওয়ামী লীগ ও এর নেতাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় রাজনৈতিক কার্যক্রম, বিশেষ করে সাইবার স্পেসে উপস্থিতি ও প্রচার—সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় আওয়ামী লীগের মূল দল, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন এবং অনলাইন-অফলাইন সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং চলমান জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তা রক্ষাও এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।

সরকার জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এছাড়াও আজকের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা, জাতীয় পুনর্গঠনের রূপরেখা এবং রাজনৈতিক কাঠামো নিয়ে দিকনির্দেশনা থাকবে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা।

See also  দেবিদ্বারে বিএনপির ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

আওয়ামী লীগ নিষিদ্ধ: অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত

১০ মে ২০২৫, ১১:১০

বিশেষ প্রতিনিধিঃ

ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের টানা আন্দোলনের মুখে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১০ মে) রাত ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সংশ্লিষ্ট সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে বিচার করতে এবং প্রয়োজনে শাস্তি প্রদান করতে পারবে।

এই আইনি সংশোধনের পরিপ্রেক্ষিতে, আওয়ামী লীগ ও এর নেতাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় রাজনৈতিক কার্যক্রম, বিশেষ করে সাইবার স্পেসে উপস্থিতি ও প্রচার—সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় আওয়ামী লীগের মূল দল, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন এবং অনলাইন-অফলাইন সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং চলমান জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তা রক্ষাও এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।

সরকার জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এছাড়াও আজকের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা, জাতীয় পুনর্গঠনের রূপরেখা এবং রাজনৈতিক কাঠামো নিয়ে দিকনির্দেশনা থাকবে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের