Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ১১:১০ পি.এম

আওয়ামী লীগ নিষিদ্ধ: অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধিঃ ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের টানা আন্দোলনের মুখে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১০ মে) রাত ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সংশ্লিষ্ট সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে বিচার করতে এবং প্রয়োজনে শাস্তি প্রদান করতে পারবে। এই আইনি সংশোধনের পরিপ্রেক্ষিতে, আওয়ামী লীগ ও এর নেতাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় রাজনৈতিক কার্যক্রম, বিশেষ করে সাইবার স্পেসে উপস্থিতি ও প্রচার—সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় আওয়ামী লীগের মূল দল, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন এবং অনলাইন-অফলাইন সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং চলমান জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তা রক্ষাও এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। সরকার জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এছাড়াও আজকের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা, জাতীয় পুনর্গঠনের রূপরেখা এবং রাজনৈতিক কাঠামো নিয়ে দিকনির্দেশনা...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন