
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাধবপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর রসুলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার প্রসেনজিৎ চন্দ্র।
প্রসেনজিৎ চন্দ্র জানান, বুধবার ভোরে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা নিয়মিত কাজের জন্য রেললাইনে যান। এ সময় তারা ট্রেনের নিচে কাটা তিন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের প্রত্যেকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছরের মধ্যে।
ঘটনার খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা সোহেল নামে এক যুবক জানান, মানুষের মুখে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখতে পান, ওই তিনজনের মধ্যে দুইজন তখনো জীবিত ছিলেন। তবে তাদের হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তিনি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তারা কেবল বাঁচার আকুতি জানিয়ে পানি চাইছিলেন। কিছুক্ষণ পরই একে একে দুজনের মৃত্যু ঘটে।
সোহেল আরও জানান, দুর্ঘটনাস্থলের মাত্র ৫০ গজ দূরেই একটি পরিত্যক্ত ঘর রয়েছে, যা মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। তবে নিহতদের আগে কখনো এ এলাকায় দেখা যায়নি বলে জানান তিনি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে পৌঁছাই। গিয়ে দেখি রেললাইনের ওপর ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় তিন যুবকের মরদেহ পড়ে আছে।”
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 











