Dhaka ০১:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ শরীফ ওসমান হাদী : এক কিংবদন্তীর বিদায় শরিফ ওসমান হাদি হত্যার বিচার: আজ দুপুর থেকে সারাদেশে সর্বাত্মক অবরোধের ডাক জামায়াতের সঙ্গে জোট চান না এনসিপির ৩০ নেতা, নাহিদ ইসলামকে স্মারকলিপি ভেদাভেদ ভুলে বিএনপিকে ক্ষমতায় আনার শপথ, চান্দিনায় ড. রেদোয়ান আহমেদের ঐক্যের ডাক বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি: নবীন-প্রবীণদের মিলনমেলায় মুখর ক্যাম্পাস হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অচল, লাগাতার অবস্থানের হুঁশিয়ারি বিডি ক্লিন চান্দিনা টিমের উদ্যোগে পরিচ্ছন্ন হলো চান্দিনা ফায়ার সার্ভিস এলাকা মার্টিন লুথার কিং কে ছিলেন জানেন? তাপমাত্রা বাড়ার আভাস থাকলেও কমছে না শীতের তীব্রতা, কুয়াশায় জনজীবন বিপর্যস্ত সব বিতর্ক পেছনে ফেলে আজ পর্দা উঠছে বিপিএলের

এলডিপি ভেঙে চুরমার! ১০ হাজার ‘কর্মী’ নিয়ে বিএনপিতে ড. রেদোয়ানের রাজসিক প্রত্যাবর্তন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলটিতে যোগদান করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড. রেদোয়ান আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

ড. রেদোয়ান আহমেদের এই যোগদানের মধ্য দিয়ে কুমিল্লা উত্তর জেলা, চান্দিনা উপজেলা, পৌরসভা এবং ১৩টি ইউনিয়নের এলডিপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এতে করে স্থানীয় ৮ হাজার নেতাকর্মীসহ সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ১০ হাজার নেতাকর্মী এলডিপি ছেড়ে বিএনপিতে যুক্ত হলেন।

এর আগে, ড. রেদোয়ান আহমেদ তার নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) এর রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠক করেন। ওই বৈঠকেই সর্বসম্মতিক্রমে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সন্ধ্যায় চান্দিনায় কর্মরত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে ড. রেদোয়ান আহমেদ জানান, তার নেতৃত্বে এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, একেএম শামসুল হক মাস্টার, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু তাহেরসহ সারাদেশের ১০ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

এদিকে, ড. রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদানের খবরে তার নির্বাচনী এলাকা চান্দিনায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। খবরটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।

বুধবার বিকেলে উপজেলা সদরে বিএনপি নেতা অধ্যক্ষ আবু তাহেরের নেতৃত্বে ধানের শীষ প্রতীক হাতে একটি আনন্দ মিছিল বের করা হয়। এছাড়া মাধাইয়ায় বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেমের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মাধাইয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আরেকটি বিশাল মিছিল। পাশাপাশি জোয়াগ, মহিচাইল ও নবাবপুরসহ বিভিন্ন ইউনিয়নে ড. রেদোয়ান আহমেদের সমর্থক ও নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

See also  ‘দল ব্যবস্থা নিলে বাধা দিতে পারবো না’ স্বতন্ত্র ভোটের সিদ্ধান্তে অনড় রুমিন ফারহানা
জনপ্রিয়

শহীদ শরীফ ওসমান হাদী : এক কিংবদন্তীর বিদায়

এলডিপি ভেঙে চুরমার! ১০ হাজার ‘কর্মী’ নিয়ে বিএনপিতে ড. রেদোয়ানের রাজসিক প্রত্যাবর্তন

২৪ ডিসেম্বর ২০২৫, ৯:৪৮

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলটিতে যোগদান করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড. রেদোয়ান আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

ড. রেদোয়ান আহমেদের এই যোগদানের মধ্য দিয়ে কুমিল্লা উত্তর জেলা, চান্দিনা উপজেলা, পৌরসভা এবং ১৩টি ইউনিয়নের এলডিপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এতে করে স্থানীয় ৮ হাজার নেতাকর্মীসহ সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ১০ হাজার নেতাকর্মী এলডিপি ছেড়ে বিএনপিতে যুক্ত হলেন।

এর আগে, ড. রেদোয়ান আহমেদ তার নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) এর রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠক করেন। ওই বৈঠকেই সর্বসম্মতিক্রমে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সন্ধ্যায় চান্দিনায় কর্মরত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে ড. রেদোয়ান আহমেদ জানান, তার নেতৃত্বে এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, একেএম শামসুল হক মাস্টার, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু তাহেরসহ সারাদেশের ১০ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

এদিকে, ড. রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদানের খবরে তার নির্বাচনী এলাকা চান্দিনায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। খবরটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।

বুধবার বিকেলে উপজেলা সদরে বিএনপি নেতা অধ্যক্ষ আবু তাহেরের নেতৃত্বে ধানের শীষ প্রতীক হাতে একটি আনন্দ মিছিল বের করা হয়। এছাড়া মাধাইয়ায় বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেমের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মাধাইয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আরেকটি বিশাল মিছিল। পাশাপাশি জোয়াগ, মহিচাইল ও নবাবপুরসহ বিভিন্ন ইউনিয়নে ড. রেদোয়ান আহমেদের সমর্থক ও নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

See also  এলডিপি ছেড়ে বিএনপিতে ফিরলেন ড. রেদোয়ান আহমেদ, ধানের শীষ প্রতীকে লড়বেন চান্দিনা থেকে