
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কবির, যিনি এই মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী।
এদিকে, আততায়ীর গুলিতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানিয়েছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সোমবার রাতে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আজই পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া কবির প্রধান অভিযুক্ত ফয়সালের সহযোগী। জানা যায়, ঘটনার কয়েক দিন আগে ফয়সালের সঙ্গে কবির বাংলামোটরে অবস্থিত হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারেও গিয়েছিলেন। এই তথ্য ঘটনার পরিকল্পনার দিকটি নির্দেশ করছে।
গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে একটি চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী। সরাসরি তাঁর মাথায় গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ গতকাল সোমবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।
শরিফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত এবং আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















