
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে উদ্ভূত অনিশ্চয়তার প্রেক্ষিতে আজ বুধবার সন্ধ্যা ৬টায় জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পূর্ণ ঐকমত্য না হওয়ায় এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা। বৈঠকে সনদ বাস্তবায়নের সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
আগামী শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন নির্ধারিত রয়েছে। এরই মধ্যে গতকাল মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হয়েছে। অনুলিপিতে সংস্কার কমিশনে আলোচিত ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে দলগুলোর মতামত—সমর্থন কিংবা বিরোধ—স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, শুরুতে ১৫ অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষরের পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত তারিখেও সনদ স্বাক্ষর সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের এক সদস্য জানান, “আমরা চাই একটি গ্রহণযোগ্য ও বাস্তবায়নযোগ্য সনদ। দলগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনলাইন ডেস্ক 









