
ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি তে এস আলম গ্রুপের কথিত অবৈধ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন করেছে ব্যাংকের গ্রাহকরা।
সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চান্দিনা শাখার সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
এতে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামি ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিচ্ছে, যা ব্যাংকের নীতিমালা ও ইসলামী মূল্যবোধের পরিপন্থী। এতে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং গ্রাহকদের আস্থা মারাত্মকভাবে নষ্ট হচ্ছে।
মানববন্ধনে বক্তৃতা করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম চান্দিনার উপদেষ্টা মাওলানা আবুল হাশেম, আহবায়ক কাউসার আলম, মোস্তফা কামাল ভূঁইয়া, সদস্য দলিলুর রহমান দুলাল, ও মহিউদ্দিন সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “ইসলামি ব্যাংক একসময় জনগণের আস্থার প্রতীক ছিল, কিন্তু আজ তা কিছু প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে, ব্যাংকের প্রকৃত মালিক জনগণ। তাই জনগণের অর্থে প্রতিষ্ঠিত এই ব্যাংককে জনগণের স্বার্থেই ফিরিয়ে আনতে হবে।”
তারা অবিলম্বে অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধ, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ইসলামি ব্যাংককে প্রকৃত ইসলামী আদর্শে পরিচালনার আহ্বান জানান।
মানববন্ধনে মাজহারুল ইসলাম আতেকী, আবু হানিফ, মিজানুর রহমান, ওজায়ের রহমান ফাহিম সহ ইসলামী ব্যাগকের গ্রাহক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আবু সাঈদ 












