
অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) শুরু করতে যাচ্ছে ধারাবাহিক সংলাপ কার্যক্রম। আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) প্রথম দফায় সুশীল সমাজ, বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।
এই সংলাপের মাধ্যমে কমিশন নির্বাচনপূর্ব প্রস্তুতি ও নীতিগত দিকনির্দেশনা চূড়ান্ত করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ করছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি, যার মধ্যে আওয়ামী লীগসহ বেশ কয়েকটি প্রধান দল রয়েছে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দল নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। বাতিল হওয়া দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।
সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন পুনর্বহাল করা হলেও নির্বাচন কমিশন কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। একইসঙ্গে নতুন দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টি নিবন্ধন পেয়েছে।
ইসি জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
নির্বাচন কমিশনের এই সংলাপ কার্যক্রমকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Reporter Name 













