সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

  • Reporter Name
  • ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫:২২
  • 15

অনলাইন ডেস্ক:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্দেশ্যে ঝটিকা মিছিল করে সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেয় নেতাকর্মীরা। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, “দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে মিছিলে অংশগ্রহণ করায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

See also  দেবিদ্বারে বিএনপির ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

২১ সেপ্টেম্বর ২০২৫, ৫:২২

অনলাইন ডেস্ক:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্দেশ্যে ঝটিকা মিছিল করে সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেয় নেতাকর্মীরা। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, “দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে মিছিলে অংশগ্রহণ করায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

See also  দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক