সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

আন্তর্জাতিক ইসলামি বইমেলায় উপচে পড়া ভিড়

  • Reporter Name
  • ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫
  • 11

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীঃ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলমান আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ শুক্রবার জুমার নামাজের পর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। পূর্ব ও দক্ষিণ চত্বরে সহস্রাধিক মানুষের উপস্থিতি বইমেলাকে জমজমাট করে তোলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ২০৩টি স্টলের প্রায় প্রতিটিতেই ভিড় জমেছে। বিশেষ করে মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলগুলোতে পাঠকদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পাঠকরা পছন্দের লেখকের বই সংগ্রহে ব্যস্ত ছিলেন।

এদিন জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক বাদ জুমা মেলা ঘুরে দেখেন। তিনি বিভিন্ন স্টলে গিয়ে বই দেখেন এবং প্রকাশকদের খোঁজ-খবর নেন।

রুহামা পাবলিকেশনের স্বত্বাধিকারী ও মেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘এবারের আন্তর্জাতিক ইসলামি বইমেলা সত্যিই প্রাণবন্ত। দর্শনার্থীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীদের উপস্থিতি আমাদের আনন্দিত করছে।’

ক্রেতাদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ক্রেতা উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শিক্ষার্থী সিফাত মাহমুদ বলেন, ‘বই মানুষের মনুষত্ব জাগিয়ে তোলে। প্রেমময় রবও পড় বলে কোরআন নাজিল শুরু করেছেন।’

সিফাত মাহমুদ আরো জানান, ‘ইসলামি বই আমাকে আমার রবের দিকে টেনে নেয়। কোরআনের ব্যাখ্যা ও হাদিস সম্পর্কিত বই আমাকে মুগ্ধ করে।’

উল্লেখ্য, মাসব্যাপী এই বইমেলায় ২০৩টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানসহ বিদেশি প্রকাশকরা অংশ নিয়েছেন। মেলায় লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন রয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টল ও দেশব্যাপী জেলা-উপজেলা কার্যালয়ে ইফা প্রকাশিত বই ৪০ থেকে ৭০ শতাংশ কমিশনে বিক্রি হচ্ছে। মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশে ইসলামি বইমেলার সূচনা নব্বইয়ের দশকের শেষভাগে। বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় ইসলামি গ্রন্থমেলায় পরিণত হয়েছে। ইসলামি জ্ঞান, সাহিত্য ও গবেষণার প্রসারে এই মেলা বিশেষ ভূমিকা রেখে চলেছে।

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই
Tag :

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

আন্তর্জাতিক ইসলামি বইমেলায় উপচে পড়া ভিড়

২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীঃ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলমান আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ শুক্রবার জুমার নামাজের পর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। পূর্ব ও দক্ষিণ চত্বরে সহস্রাধিক মানুষের উপস্থিতি বইমেলাকে জমজমাট করে তোলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ২০৩টি স্টলের প্রায় প্রতিটিতেই ভিড় জমেছে। বিশেষ করে মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলগুলোতে পাঠকদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পাঠকরা পছন্দের লেখকের বই সংগ্রহে ব্যস্ত ছিলেন।

এদিন জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক বাদ জুমা মেলা ঘুরে দেখেন। তিনি বিভিন্ন স্টলে গিয়ে বই দেখেন এবং প্রকাশকদের খোঁজ-খবর নেন।

রুহামা পাবলিকেশনের স্বত্বাধিকারী ও মেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘এবারের আন্তর্জাতিক ইসলামি বইমেলা সত্যিই প্রাণবন্ত। দর্শনার্থীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীদের উপস্থিতি আমাদের আনন্দিত করছে।’

ক্রেতাদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ক্রেতা উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শিক্ষার্থী সিফাত মাহমুদ বলেন, ‘বই মানুষের মনুষত্ব জাগিয়ে তোলে। প্রেমময় রবও পড় বলে কোরআন নাজিল শুরু করেছেন।’

সিফাত মাহমুদ আরো জানান, ‘ইসলামি বই আমাকে আমার রবের দিকে টেনে নেয়। কোরআনের ব্যাখ্যা ও হাদিস সম্পর্কিত বই আমাকে মুগ্ধ করে।’

উল্লেখ্য, মাসব্যাপী এই বইমেলায় ২০৩টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানসহ বিদেশি প্রকাশকরা অংশ নিয়েছেন। মেলায় লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন রয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টল ও দেশব্যাপী জেলা-উপজেলা কার্যালয়ে ইফা প্রকাশিত বই ৪০ থেকে ৭০ শতাংশ কমিশনে বিক্রি হচ্ছে। মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশে ইসলামি বইমেলার সূচনা নব্বইয়ের দশকের শেষভাগে। বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় ইসলামি গ্রন্থমেলায় পরিণত হয়েছে। ইসলামি জ্ঞান, সাহিত্য ও গবেষণার প্রসারে এই মেলা বিশেষ ভূমিকা রেখে চলেছে।

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই