
বিশেষ প্রতিনিধিঃ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের শিকার হয়ে কুমিল্লা ও ফেনী সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৫২ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি ঘটনায় বৃহস্পতিবার (২২ মে) ভোরে তাদের আটক করা হয়।
কুমিল্লা সীমান্তে ১৩ জন আটক, বৃহস্পতিবার ভোর ৪টায় কুমিল্লার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করে। কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং সাতজন শিশু রয়েছে। তাদের অধিকাংশই ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিজিবিকে জানিয়েছেন যে, বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছেন এবং যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।
ফেনী সীমান্তে ৩৯ জন আটক, একই দিনে ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে আরও ৩৯ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, বিএসএফ রাতের আঁধারে এদেরও বাংলাদেশে পুশ-ইন করেছিল।
এই দুটি ঘটনায় মোট ৫২ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে, যারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ-ইনের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিজিবি উভয় ঘটনা তদন্ত করছে এবং আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 











