সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

ব্রাহ্মণপাড়ায় মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম জিহাদ হোসেন (৫) ও মো. রায়হান (৩)। তারা সম্পর্কে আপন মামা-ভাগনে।

পরিবার সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) দুপুরে তারা বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের আর দেখা না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশে সম্প্রতি মাটি কেটে তৈরি করা একটি ডোবায়, যেখানে বৃষ্টির পানি জমে ছিল, সেখান থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম বলেন, ‘‘শিশুদুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

See also  ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

ব্রাহ্মণপাড়ায় মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

২০ মে ২০২৫, ১০:৩৩

বিশেষ প্রতিনিধঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম জিহাদ হোসেন (৫) ও মো. রায়হান (৩)। তারা সম্পর্কে আপন মামা-ভাগনে।

পরিবার সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) দুপুরে তারা বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের আর দেখা না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশে সম্প্রতি মাটি কেটে তৈরি করা একটি ডোবায়, যেখানে বৃষ্টির পানি জমে ছিল, সেখান থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম বলেন, ‘‘শিশুদুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

See also  দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক