
বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা নগরীর কান্দির পাড় পূবালী চত্বরে বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্তের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন কুমিল্লার প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান। হামলায় তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বাহার রায়হানের পায়ে তিনটি সেলাই দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাংবাদিক বাহার রায়হান পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কান্দির পাড় এলাকায় গিয়েছিলেন। সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করছিলেন। বাহার রায়হান যখন সেই বিক্ষোভের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন, ঠিক তখনই একদল মুখোশধারী দুর্বৃত্ত আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়।
আহত সাংবাদিক বাহার রায়হান ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “আমি যখন ছবি তুলছিলাম, হঠাৎ কয়েকজন এসে আমার পায়ে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। আমার মনে হয় তারা আমাকে চিনতে পারেনি। একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।” হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি নিশ্চিত নন, তবে তাদের পদবঞ্চিত ছাত্রদল অথবা আওয়ামী লীগের কর্মী বলে সন্দেহ প্রকাশ করেছেন।
এই ন্যক্কারজনক হামলার ঘটনায় কুমিল্লার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে। কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, “যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে কুমিল্লায় কর্মরত সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
সাংবাদিক বাহার রায়হানের ওপর এই বর্বরোচিত হামলা গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। কুমিল্লার সচেতন মহল অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
Reporter Name 












