
বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দেবীদ্বারে জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় স্থানীয় এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ওই মামলার অন্যতম আসামি। তাকে আজ শনিবার (১০ মে) ভোরে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম দেবীদ্বারের ৭নং এলাহাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং তিনি পাঁচবার এই ইউনিয়ন পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে দেবীদ্বারে সহিংসতার ঘটনা ঘটে। সেই সময় শিক্ষার্থীদের ওপর হামলার এক পর্যায়ে ছাব্বির নামের এক ছাত্র নিহত হন।
ওই হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেফতার করেছে।
দেবীদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, জুলাই মাসে ঘটে যাওয়া সাব্বির হত্যা মামলার আসামি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে শনিবার ভোরে গ্রেফতার করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
Reporter Name 










