
স্পোর্টস ডেস্ক-
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবার প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনেও। সীমান্তে হামলা-পাল্টা হামলার ঘটনায় নিরাপত্তা শঙ্কা সৃষ্টি হওয়ায় এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অন্যদিকে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের বাকি অংশ আমিরাতে আয়োজনের পরিকল্পনা করলেও, ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের জন্য সেই ভেন্যু বুক করে রাখায় আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারতকে না করে দেয়।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৮ মে পিএসএল আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে পিসিবি। ফলে নির্ধারিত সময়সীমায় আমিরাতে আইপিএল আয়োজন সম্ভব নয় বলে বিসিসিআইকে জানিয়ে দেয় ইসিবি।
এদিকে, গতকাল ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ চলাকালীন সময়ে নিরাপত্তা হুমকির কারণে খেলা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই জরুরি বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ এবং এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দেয়।
বর্তমানে আইপিএলের লিগ পর্বে ১২টি ম্যাচ এবং প্লে-অফের চারটি ম্যাচ বাকি রয়েছে। পাঞ্জাব-দিল্লির বাতিল হওয়া ম্যাচটির পয়েন্ট ভাগাভাগি করা হয়নি। বিসিসিআই জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত ম্যাচগুলো আয়োজনের চেষ্টা করা হবে।
ভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার এমন পরিণতি দুই দেশের ক্রীড়াপ্রেমীদের হতাশ করেছে। ভবিষ্যতে ক্রীড়াঙ্গন কতটা নিরাপদ থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা।
Reporter Name 















