সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে অথচ আ.লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে

বিশেষ প্রতিনিধিঃ

গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে আহত ও পঙ্গু হওয়া অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এনসিপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, “জুলাই-আগস্টের সেই দুঃসহ সময়ের ক্ষত এখনো শুকায়নি। অনেকেই চোখের আলো হারিয়েছেন, কেউ আর কোনোদিন হাঁটতে পারবেন না। এরপরও যারা এসব ঘটনার জন্য দায়ী, সেই আওয়ামী লীগ এখন আবার নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে। এটা জাতির সঙ্গে নির্মম উপহাস।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের হাতে যারা নিপীড়নের শিকার হয়েছেন, তাদের কেউ এখনো ন্যায়বিচার পাননি। বরং দলটির মধ্যে কোনো অনুশোচনার চিহ্ন নেই।

ডা. তাসনিম জারা আরও বলেন, “আমাদের প্রশ্ন—আর কত গুম-খুন, আর কত মানুষ পঙ্গু হলে একটি দলের নিবন্ধন বাতিল হবে? কবে সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে?

আমরা হাল ছাড়ছি না। আওয়ামী লীগের বিচার এ দেশেই হতে হবে। শুধু দল নয়—ছাত্রলীগ, যুবলীগসহ যারা এসব অপরাধে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।”

তিনি সাফ জানিয়ে দেন, “গত ১৬ বছরের গুম-খুন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ আর রাজনৈতিক দল হিসেবে ফিরে আসতে পারবে না। এই দেশে তাদের রাজনীতি চলবে না—হবে না, হবে না, হবে না।”

সমাবেশে এনসিপির অন্যান্য নেতারাও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। তারা দলটির নিবন্ধন বাতিল, অপরাধীদের বিচার নিশ্চিতকরণ এবং আগামী নির্বাচনের পূর্বে সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবি জানান।

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে অথচ আ.লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে

২ মে ২০২৫, ১০:৪৮

বিশেষ প্রতিনিধিঃ

গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে আহত ও পঙ্গু হওয়া অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এনসিপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, “জুলাই-আগস্টের সেই দুঃসহ সময়ের ক্ষত এখনো শুকায়নি। অনেকেই চোখের আলো হারিয়েছেন, কেউ আর কোনোদিন হাঁটতে পারবেন না। এরপরও যারা এসব ঘটনার জন্য দায়ী, সেই আওয়ামী লীগ এখন আবার নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে। এটা জাতির সঙ্গে নির্মম উপহাস।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের হাতে যারা নিপীড়নের শিকার হয়েছেন, তাদের কেউ এখনো ন্যায়বিচার পাননি। বরং দলটির মধ্যে কোনো অনুশোচনার চিহ্ন নেই।

ডা. তাসনিম জারা আরও বলেন, “আমাদের প্রশ্ন—আর কত গুম-খুন, আর কত মানুষ পঙ্গু হলে একটি দলের নিবন্ধন বাতিল হবে? কবে সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে?

আমরা হাল ছাড়ছি না। আওয়ামী লীগের বিচার এ দেশেই হতে হবে। শুধু দল নয়—ছাত্রলীগ, যুবলীগসহ যারা এসব অপরাধে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।”

তিনি সাফ জানিয়ে দেন, “গত ১৬ বছরের গুম-খুন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ আর রাজনৈতিক দল হিসেবে ফিরে আসতে পারবে না। এই দেশে তাদের রাজনীতি চলবে না—হবে না, হবে না, হবে না।”

সমাবেশে এনসিপির অন্যান্য নেতারাও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। তারা দলটির নিবন্ধন বাতিল, অপরাধীদের বিচার নিশ্চিতকরণ এবং আগামী নির্বাচনের পূর্বে সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবি জানান।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের