
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের সংবেদনশীল সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে সমন্বয় করে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) যৌথভাবে টহল কার্যক্রম শুরু করেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সীমান্তবর্তী রেলপথ, স্টেশন এবং রেলওয়ে অবকাঠামোতে নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ, হস্তক্ষেপ বা সম্ভাব্য হুমকি মোকাবিলায় রেল ও নিরাপত্তা বাহিনীগুলো একযোগে কাজ করছে।
ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেল (এনএফআর) সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যৌথ টহলের মাধ্যমে রেলওয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চলাচল প্রতিরোধেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। রেলপথের পাশে থাকা এলাকাগুলোতে আরপিএফ, জিআরপি এবং বিএসএফের দলগুলো নিবিড় পর্যবেক্ষণ করছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত বছর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের পতনের পর থেকে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের ঘটনা বেড়েছে।
ভারতের বিভিন্ন রেলস্টেশন থেকে একাধিক বাংলাদেশিকে অবৈধ প্রবেশের অভিযোগে আটকও করা হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে এই সীমান্তপথ ব্যবহার করে অবৈধ চলাচল করে আসছে বলেও জানানো হয়েছে।
সার্বিকভাবে, সীমান্ত নিরাপত্তা, রেলওয়ে অবকাঠামো ও যাত্রী সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে যৌথভাবে টহল ও নজরদারি অব্যাহত রাখছে ভারতীয় বাহিনী।
Reporter Name 












