Dhaka ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
শরিফ ওসমান হাদি হত্যার বিচার: আজ দুপুর থেকে সারাদেশে সর্বাত্মক অবরোধের ডাক জামায়াতের সঙ্গে জোট চান না এনসিপির ৩০ নেতা, নাহিদ ইসলামকে স্মারকলিপি ভেদাভেদ ভুলে বিএনপিকে ক্ষমতায় আনার শপথ, চান্দিনায় ড. রেদোয়ান আহমেদের ঐক্যের ডাক বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি: নবীন-প্রবীণদের মিলনমেলায় মুখর ক্যাম্পাস হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অচল, লাগাতার অবস্থানের হুঁশিয়ারি বিডি ক্লিন চান্দিনা টিমের উদ্যোগে পরিচ্ছন্ন হলো চান্দিনা ফায়ার সার্ভিস এলাকা মার্টিন লুথার কিং কে ছিলেন জানেন? তাপমাত্রা বাড়ার আভাস থাকলেও কমছে না শীতের তীব্রতা, কুয়াশায় জনজীবন বিপর্যস্ত সব বিতর্ক পেছনে ফেলে আজ পর্দা উঠছে বিপিএলের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার কমিটি গঠন

ভেদাভেদ ভুলে বিএনপিকে ক্ষমতায় আনার শপথ, চান্দিনায় ড. রেদোয়ান আহমেদের ঐক্যের ডাক

এলডিপি ছেড়ে বিএনপিতে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় এসে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যের ডাক দিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, অতীতের সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে গিয়ে তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই প্রতিমন্ত্রী এবং প্রবীণ রাজনীতিবিদ বলেন, ‘ইতিমধ্যেই কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওইসব কমিটিতে যারা ছিলেন, তারা আমার সঙ্গেই বিএনপিতে যোগদান করেছেন।’

চান্দিনা উপজেলা বিএনপির বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা রেখে ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘আমি চাই আপনারা সবাই এগিয়ে আসুন। আমার সাথে যারা বিএনপিতে যোগদান করেছেন, তারা আপনাদের নেতৃত্বে থেকেই দলের জন্য কাজ করবেন। আপনারা দায়িত্ব নিয়ে আমার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।’

এসময় তিনি নিজের অনুসারী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বিএনপি আমাকে গ্রহণ করে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। সুতরাং আমার কোনো কর্মী যদি চান্দিনা বিএনপির আদি বা মূলধারার নেতাকর্মীদের সাথে কোনো প্রকার অসদাচরণ করেন, তবে তারা আমার কাছে ক্ষমা পাবেন না।’

এর আগে, গত ২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এলডিপির রাজনীতি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন ড. রেদোয়ান আহমেদ এবং দলের মনোনয়ন নিশ্চিত করেন। বিএনপিতে ফিরে শুক্রবার প্রথমবারের মতো চান্দিনায় আসলে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা ইলিয়টগঞ্জ এলাকা, বিকেল ৪টায় কেরণখাল ইউনিয়নের নূরীতলা শাহী ঈদগাহ মাঠ এবং পৌনে ৫টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

See also  মার্টিন লুথার কিং কে ছিলেন জানেন?

গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রেদোয়ান আহমেদের তনয় সুলতান মঈন আহমেদ রবিন, বিএনপি নেতা ও মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সামছুল হক মাস্টার, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, শাহ আলম, জামসেদ আহমেদ জাকি প্রমুখ।

জনপ্রিয়

শরিফ ওসমান হাদি হত্যার বিচার: আজ দুপুর থেকে সারাদেশে সর্বাত্মক অবরোধের ডাক

ভেদাভেদ ভুলে বিএনপিকে ক্ষমতায় আনার শপথ, চান্দিনায় ড. রেদোয়ান আহমেদের ঐক্যের ডাক

২৭ ডিসেম্বর ২০২৫, ২:০৮

এলডিপি ছেড়ে বিএনপিতে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় এসে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যের ডাক দিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, অতীতের সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে গিয়ে তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই প্রতিমন্ত্রী এবং প্রবীণ রাজনীতিবিদ বলেন, ‘ইতিমধ্যেই কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওইসব কমিটিতে যারা ছিলেন, তারা আমার সঙ্গেই বিএনপিতে যোগদান করেছেন।’

চান্দিনা উপজেলা বিএনপির বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা রেখে ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘আমি চাই আপনারা সবাই এগিয়ে আসুন। আমার সাথে যারা বিএনপিতে যোগদান করেছেন, তারা আপনাদের নেতৃত্বে থেকেই দলের জন্য কাজ করবেন। আপনারা দায়িত্ব নিয়ে আমার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।’

এসময় তিনি নিজের অনুসারী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বিএনপি আমাকে গ্রহণ করে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। সুতরাং আমার কোনো কর্মী যদি চান্দিনা বিএনপির আদি বা মূলধারার নেতাকর্মীদের সাথে কোনো প্রকার অসদাচরণ করেন, তবে তারা আমার কাছে ক্ষমা পাবেন না।’

এর আগে, গত ২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এলডিপির রাজনীতি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন ড. রেদোয়ান আহমেদ এবং দলের মনোনয়ন নিশ্চিত করেন। বিএনপিতে ফিরে শুক্রবার প্রথমবারের মতো চান্দিনায় আসলে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা ইলিয়টগঞ্জ এলাকা, বিকেল ৪টায় কেরণখাল ইউনিয়নের নূরীতলা শাহী ঈদগাহ মাঠ এবং পৌনে ৫টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

See also  এলডিপি ছেড়ে বিএনপিতে ফিরলেন ড. রেদোয়ান আহমেদ, ধানের শীষ প্রতীকে লড়বেন চান্দিনা থেকে

গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রেদোয়ান আহমেদের তনয় সুলতান মঈন আহমেদ রবিন, বিএনপি নেতা ও মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সামছুল হক মাস্টার, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, শাহ আলম, জামসেদ আহমেদ জাকি প্রমুখ।