Dhaka ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
শরিফ ওসমান হাদি হত্যার বিচার: আজ দুপুর থেকে সারাদেশে সর্বাত্মক অবরোধের ডাক জামায়াতের সঙ্গে জোট চান না এনসিপির ৩০ নেতা, নাহিদ ইসলামকে স্মারকলিপি ভেদাভেদ ভুলে বিএনপিকে ক্ষমতায় আনার শপথ, চান্দিনায় ড. রেদোয়ান আহমেদের ঐক্যের ডাক বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি: নবীন-প্রবীণদের মিলনমেলায় মুখর ক্যাম্পাস হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অচল, লাগাতার অবস্থানের হুঁশিয়ারি বিডি ক্লিন চান্দিনা টিমের উদ্যোগে পরিচ্ছন্ন হলো চান্দিনা ফায়ার সার্ভিস এলাকা মার্টিন লুথার কিং কে ছিলেন জানেন? তাপমাত্রা বাড়ার আভাস থাকলেও কমছে না শীতের তীব্রতা, কুয়াশায় জনজীবন বিপর্যস্ত সব বিতর্ক পেছনে ফেলে আজ পর্দা উঠছে বিপিএলের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার কমিটি গঠন

বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি: নবীন-প্রবীণদের মিলনমেলায় মুখর ক্যাম্পাস

কুমিল্লার চান্দিনা উপজেলার ঐতিহ্যবাহী বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজত জয়ন্তী’ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

উৎসবে বিদ্যালয়ের সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী এবং ছয় শতাধিক বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরনো সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন, পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ৯টায় নিবন্ধিত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও ডেলিগেট কার্ড বিতরণের মধ্য দিয়ে। এরপর সকাল সাড়ে ৯টায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে রজত জয়ন্তীর মূল কার্যক্রমের সূচনা হয়। শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে উৎসবের শুভলগ্নকে স্বাগত জানান অতিথিরা, যা নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মনে বাড়তি আনন্দের সঞ্চার করে।

দিনব্যাপী আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. রুহুল আমিন মেম্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ‘দিশা’র প্রধান নির্বাহী শহিদ উল্লাহ।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিএডিসি কর্মকর্তা মো. কাউসার হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র দেবনাথ। এসময় আরও বক্তব্য রাখেন রজত জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মো. সোলাইমান, সদস্য সচিব গোলাম সারওয়ার সোহেল, আহবায়ক কমিটির সদস্য আবদুস সালাম, সাবেক শিক্ষক ফসিউওর রহমান এবং সহকারী শিক্ষক কাজী মাসুদ ও আবদুল কাদের প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্মৃতিচারণ পর্ব। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি ব্যাচ থেকে একজন করে প্রাক্তন শিক্ষার্থী তাদের স্কুলজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

দিনভর আড্ডা ও স্মৃতিচারণ শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তীর এই বর্ণাঢ্য আয়জনের সমাপ্তি ঘটে।

See also  ‘দল ব্যবস্থা নিলে বাধা দিতে পারবো না’ স্বতন্ত্র ভোটের সিদ্ধান্তে অনড় রুমিন ফারহানা
জনপ্রিয়

শরিফ ওসমান হাদি হত্যার বিচার: আজ দুপুর থেকে সারাদেশে সর্বাত্মক অবরোধের ডাক

বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি: নবীন-প্রবীণদের মিলনমেলায় মুখর ক্যাম্পাস

২৭ ডিসেম্বর ২০২৫, ২:০০

কুমিল্লার চান্দিনা উপজেলার ঐতিহ্যবাহী বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজত জয়ন্তী’ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

উৎসবে বিদ্যালয়ের সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী এবং ছয় শতাধিক বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরনো সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন, পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ৯টায় নিবন্ধিত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও ডেলিগেট কার্ড বিতরণের মধ্য দিয়ে। এরপর সকাল সাড়ে ৯টায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে রজত জয়ন্তীর মূল কার্যক্রমের সূচনা হয়। শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে উৎসবের শুভলগ্নকে স্বাগত জানান অতিথিরা, যা নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মনে বাড়তি আনন্দের সঞ্চার করে।

দিনব্যাপী আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. রুহুল আমিন মেম্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ‘দিশা’র প্রধান নির্বাহী শহিদ উল্লাহ।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিএডিসি কর্মকর্তা মো. কাউসার হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র দেবনাথ। এসময় আরও বক্তব্য রাখেন রজত জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মো. সোলাইমান, সদস্য সচিব গোলাম সারওয়ার সোহেল, আহবায়ক কমিটির সদস্য আবদুস সালাম, সাবেক শিক্ষক ফসিউওর রহমান এবং সহকারী শিক্ষক কাজী মাসুদ ও আবদুল কাদের প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্মৃতিচারণ পর্ব। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি ব্যাচ থেকে একজন করে প্রাক্তন শিক্ষার্থী তাদের স্কুলজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

দিনভর আড্ডা ও স্মৃতিচারণ শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তীর এই বর্ণাঢ্য আয়জনের সমাপ্তি ঘটে।

See also  ভেদাভেদ ভুলে বিএনপিকে ক্ষমতায় আনার শপথ, চান্দিনায় ড. রেদোয়ান আহমেদের ঐক্যের ডাক