
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত রাতভর চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এই কর্মসূচির ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগে এসে অবস্থান নিলে সেখানে জনস্রোত তৈরি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ জনতা ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে এবং পুরো এলাকা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। এতে গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়লে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
সন্ধ্যায় অবরোধ চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু সরকার তা পালনে ব্যর্থ হয়েছে। তারা ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এখন খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সরকারের পদত্যাগ করারও সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘পদত্যাগ কোনো সমাধান নয়, খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান। যতক্ষণ পর্যন্ত জড়িতদের আইনের আওতায় আনা না হবে, ততক্ষণ আমাদের এই লাগাতার অবরোধ কর্মসূচি চলবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অনলাইন ডেস্ক 


















