
সমাজে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে এবং মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এরই ধারাবাহিকতায় বিডি ক্লিন চান্দিনা টিমের উদ্যোগে ১২৯তম পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির আওতায় চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশনের সামনের এলাকা ও আশপাশের স্থান পরিচ্ছন্ন করা হয়। এসময় বিডি ক্লিনের সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা অপচনশীল পলিথিন, ক্ষতিকর সিগারেটের ফিল্টারসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করেন। পাশাপাশি আশপাশের দোকানদারদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ঝুড়ি ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশ সুরক্ষার বার্তা আরও জোরালো করতে বিডি ক্লিন চান্দিনা টিমের পক্ষ থেকে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ইমাম হোসেন পাটোয়ারীকে পরিবেশবান্ধব একটি গাছ উপহার দিয়ে স্বাগত জানানো হয়। এ উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন বিডি ক্লিন চান্দিনা উপজেলা উপ-সমন্বয়ক মোঃ গোলাম রাব্বী বেলাল, উপজেলা সমন্বয়ক ইব্রাহিম খলিল আশিক, সমন্বয়ক (আইটি অ্যান্ড মিডিয়া) তানভীর হোসেন অভি, সমন্বয়ক (লজিস্টিক) মোস্তাকিম বিন মামুনসহ বিডি ক্লিন চান্দিনা টিমের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন, যা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীর্ঘ ৯ বছর ধরে সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে। সংগঠনটির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা।
উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও পরিচ্ছন্ন ও সবুজ সমাজ গঠনে বিডি ক্লিনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে।
আবু সাঈদ 


















