
দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে আজ স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান টেলিফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন। ফোনালাপে তিনি প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। বিশেষ করে, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তার জন্য নিশ্চিত করা নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে তিনি ড. ইউনূসের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে যাওয়ার জন্য একটি বিশেষ লাল রঙের বাস প্রস্তুত রাখা হয়েছে। বাসটির গায়ে শোভা পাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি। ভিআইপি টার্মিনালের সামনে অপেক্ষমান এই বাসে চড়েই তিনি ঐতিহাসিক ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন নির্ধারিত সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওনা হবেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ অভিমুখে যাওয়ার পথে তাকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন।
নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলীয় সূত্রে জানা গেছে, সংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করতে পারেন।
অনলাইন ডেস্ক 



















