
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের টামটা গ্রামের কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা জনাব রমিজ উদ্দিন ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাঁর নিজ গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে সম্মাননা জানানো হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য আত্মত্যাগ ও দেশপ্রেমের স্বীকৃতিস্বরূপ তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ এবং সশস্ত্র সালাম প্রদান করা হয়। বিউগলের করুণ সুর এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে উপস্থিত সকলে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রীয় এই সম্মাননা প্রদানে নেতৃত্ব দেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আল নুর। এ সময় চান্দিনা থানা পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে।
গার্ড অব অনার প্রদানকালে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নিজস্ব প্রতিবেদক 



















