
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে নাটকীয় মোড়। এলডিপি থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষের টিকিট পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাওনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের বিক্ষুব্ধ একাংশের নেতাকর্মীরা।
জানা যায়, উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের পক্ষে মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন এবং এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খান, পৌর বিএনপির সহ-সভাপতি শাহজাহান সরকার ও সহিদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের, কাউন্সিলর কামাল হোসেন এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফজলুল সাত্তারসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আমরা দলের সকল দুর্দিনে ও প্রতিকূল পরিস্থিতিতে রাজপথে থেকেছি এবং বিএনপিকে আঁকড়ে ধরে রেখেছি। অথচ আজ আমাদের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন না করে অন্য দল (এলডিপি) থেকে আসা রেদোয়ান আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমাদের নেতা আতিকুল আলম শাওন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে বিজয়ী হবেন।’
এদিকে, মনোনয়নপত্র সংগ্রহের পরপরই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শাওন অনুসারীরা। ‘শাওন ভাই’ স্লোগানে মুখরিত মিছিলটি চান্দিনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় চান্দিনার নির্বাচনী মাঠে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
নিজস্ব প্রতিবেদক 



















