
কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ‘৩১ দফা’ রূপরেখা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্প্রতি উপজেলার শুহিলপুর ও অলিপুর এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। গণসংযোগটি ইলিয়টগঞ্জ বাজার থেকে শুরু হয়ে দর্জিবাড়ির মোড়, অলিপুর এবং শুহিলপুর পশ্চিম পাড়া ও যুগির মার্কেট প্রদক্ষিণ শেষে শুহিলপুর গ্রামে গিয়ে শেষ হয়।
এ সময় আতিকুল আলম শাওন নেতাকর্মীদের নিয়ে এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি এবং দোকানপাটে গিয়ে লিফলেট বিতরণ করেন। বিশেষ করে তিনি নিজে পথচারী ও গৃহিণীদের হাতে রাষ্ট্র মেরামতের এই রূপরেখা তুলে দেন। লিফলেট বিতরণকালে স্থানীয়রা বিএনপি নেতা শাওনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং স্বতঃস্ফূর্ত সমর্থন জানান।
গণসংযোগকালে আতিকুল আলম শাওন বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা মূলত জনগণের হৃত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট এবং যুগোপযোগী রূপরেখা। দেশের মানুষের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় এই দফাগুলো বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।”
কর্মসূচি চলাকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ৩১ দফার বিষয়বস্তু নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
উক্ত কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— চান্দিনা উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আরশাদ, শুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুস্তম আলী মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম (খোকন), সুহিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. উজ্জল হোসেন (রানা), শুহিলপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক কাজী সবুজ এবং সাবেক ছাত্রদল সভাপতি আমিনুল সিকদার।
এছাড়া ইউনিয়ন যুবদল নেতা ইয়াসিন, রুবেল, শাহিনসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক 



















