
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে মাঠের প্রস্তুতি শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ শনিবার (২০ ডিসেম্বর) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরানো অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুতি পর্বের সূচনা করে দলটি।
রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজ প্রথম দিনের অনুশীলন সম্পন্ন হয়েছে। সূচী অনুযায়ী, আগামীকাল রোববারও (২১ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে কঠোর অনুশীলনে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। মাঠের অনুশীলনে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মূল আসর শুরুর আগে নিজেদের শক্তি যাচাই করে নিতে আগামী ২২ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে হান্নান সরকারের শিষ্যরা। এই ম্যাচটি শেষ করেই পূর্ণাঙ্গ দল নিয়ে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে রাজশাহী ওয়ারিয়র্স।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে রাজশাহী। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক সিলেট টাইটান্স। ঘরের মাঠের দল সিলেটের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে আছে রাজশাহীর ক্রিকেটাররা।
প্রস্তুতির শুরুতেই রাজশাহীর এমন তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে, এবারের বিপিএলে বেশ গোছানো এবং লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামতে যাচ্ছে উত্তরবঙ্গের এই দলটি।
স্পোর্টস ডেস্ক 



















