Dhaka ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
শরিফ ওসমান হাদি হত্যার বিচার: আজ দুপুর থেকে সারাদেশে সর্বাত্মক অবরোধের ডাক জামায়াতের সঙ্গে জোট চান না এনসিপির ৩০ নেতা, নাহিদ ইসলামকে স্মারকলিপি ভেদাভেদ ভুলে বিএনপিকে ক্ষমতায় আনার শপথ, চান্দিনায় ড. রেদোয়ান আহমেদের ঐক্যের ডাক বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি: নবীন-প্রবীণদের মিলনমেলায় মুখর ক্যাম্পাস হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অচল, লাগাতার অবস্থানের হুঁশিয়ারি বিডি ক্লিন চান্দিনা টিমের উদ্যোগে পরিচ্ছন্ন হলো চান্দিনা ফায়ার সার্ভিস এলাকা মার্টিন লুথার কিং কে ছিলেন জানেন? তাপমাত্রা বাড়ার আভাস থাকলেও কমছে না শীতের তীব্রতা, কুয়াশায় জনজীবন বিপর্যস্ত সব বিতর্ক পেছনে ফেলে আজ পর্দা উঠছে বিপিএলের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার কমিটি গঠন

বিপিএলের প্রস্তুতিতে সবার আগে মাঠে রাজশাহী ওয়ারিয়র্স, কাল রংপুরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে মাঠের প্রস্তুতি শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ শনিবার (২০ ডিসেম্বর) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরানো অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুতি পর্বের সূচনা করে দলটি।

রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজ প্রথম দিনের অনুশীলন সম্পন্ন হয়েছে। সূচী অনুযায়ী, আগামীকাল রোববারও (২১ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে কঠোর অনুশীলনে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। মাঠের অনুশীলনে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মূল আসর শুরুর আগে নিজেদের শক্তি যাচাই করে নিতে আগামী ২২ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে হান্নান সরকারের শিষ্যরা। এই ম্যাচটি শেষ করেই পূর্ণাঙ্গ দল নিয়ে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে রাজশাহী ওয়ারিয়র্স।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে রাজশাহী। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক সিলেট টাইটান্স। ঘরের মাঠের দল সিলেটের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে আছে রাজশাহীর ক্রিকেটাররা।

প্রস্তুতির শুরুতেই রাজশাহীর এমন তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে, এবারের বিপিএলে বেশ গোছানো এবং লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামতে যাচ্ছে উত্তরবঙ্গের এই দলটি।

See also  জামায়াতের সঙ্গে জোট চান না এনসিপির ৩০ নেতা, নাহিদ ইসলামকে স্মারকলিপি
জনপ্রিয়

শরিফ ওসমান হাদি হত্যার বিচার: আজ দুপুর থেকে সারাদেশে সর্বাত্মক অবরোধের ডাক

বিপিএলের প্রস্তুতিতে সবার আগে মাঠে রাজশাহী ওয়ারিয়র্স, কাল রংপুরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ

২০ ডিসেম্বর ২০২৫, ৪:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে মাঠের প্রস্তুতি শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ শনিবার (২০ ডিসেম্বর) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরানো অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুতি পর্বের সূচনা করে দলটি।

রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজ প্রথম দিনের অনুশীলন সম্পন্ন হয়েছে। সূচী অনুযায়ী, আগামীকাল রোববারও (২১ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে কঠোর অনুশীলনে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। মাঠের অনুশীলনে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মূল আসর শুরুর আগে নিজেদের শক্তি যাচাই করে নিতে আগামী ২২ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে হান্নান সরকারের শিষ্যরা। এই ম্যাচটি শেষ করেই পূর্ণাঙ্গ দল নিয়ে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে রাজশাহী ওয়ারিয়র্স।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে রাজশাহী। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক সিলেট টাইটান্স। ঘরের মাঠের দল সিলেটের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে আছে রাজশাহীর ক্রিকেটাররা।

প্রস্তুতির শুরুতেই রাজশাহীর এমন তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে, এবারের বিপিএলে বেশ গোছানো এবং লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামতে যাচ্ছে উত্তরবঙ্গের এই দলটি।

See also  এলডিপি ছেড়ে বিএনপিতে ফিরলেন ড. রেদোয়ান আহমেদ, ধানের শীষ প্রতীকে লড়বেন চান্দিনা থেকে