
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি আসনে নির্বাচনী আমেজ জমজমাট হয়ে উঠেছে। জেলার ১৭টি উপজেলায় মোট ১১টি সংসদীয় আসনে এখন পর্যন্ত বিভিন্ন দলের ও স্বতন্ত্র মিলে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে রয়েছেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের মতো জাতীয় নেতারা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৩৯টি মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে বিএনপি এককভাবে ১৭টি ফরম সংগ্রহ করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের প্রার্থীরা সংগ্রহ করেছেন ৮টি মনোনয়নপত্র। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ২ জন এবং এনসিপি, জাতীয়তাবাদী কৃষক দল, খেলাফত মজলিস, এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, গণফ্রন্ট ও বাংলাদেশ রিপাবলিকান পার্টি থেকে ১টি করে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে এবং কৌশলগত অংশ হিসেবে অনেক প্রার্থীর পক্ষে একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই ও প্রত্যাহারের পরই নিশ্চিত হওয়া যাবে চূড়ান্ত লড়াইয়ে কারা থাকছেন।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, ‘‘কুমিল্লা একটি বড় জেলা। এখানকার ১১টি আসনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর।’’
তিনি আরও জানান, প্রার্থীদের প্রচার-প্রচারণায় ডিজিটাল মাধ্যম ব্যবহারের তথ্যাদিও সংগ্রহ করা হচ্ছে। অনলাইন এবং অফলাইন—উভয় ক্ষেত্রেই আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।
এর আগে মনোনয়ন পত্র সংগ্রহ করেন যারা-
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর ছেলে খন্দকার মারুফ হোসেন এবং জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুল।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস): স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিতাসের মো. মনোয়ার হোসেন।
কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং বাংলাদেশ কংগ্রেসের মো. খোরশেদ আলম।
কুমিল্লা-৪ (দেবিদ্বার): বিএনপির তিন প্রার্থী—মঞ্জুরুল আহসান মুন্সী, এফএম তারেক মুন্সী ও আবদুল আউয়াল খান। জামায়াতে ইসলামীর সাইফুল ইসলাম শহীদ।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া): জামায়াতে ইসলামীর মোবারক হোসাইনসহ দলটির পক্ষ থেকে দুটি ফরম সংগ্রহ করা হয়েছে।
কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ): বিএনপির মনিরুল হক চৌধুরী এবং এনসিপির নাভিদ নওরোজ শাহ।
কুমিল্লা-৭ (চান্দিনা): এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং জামায়াতে ইসলামী মাওঃ মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতী এহতেশামুল হক কাসেমী।
কুমিল্লা-৮ (বরুড়া): দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, জামায়াতে ইসলামীর শফিকুল আলম হেলাল এবং স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): বিএনপির আবুল কালাম (২টি), সামিরা আজিম দোলা ও ইয়াসির মো. ফয়সাল আশিক (২টি)। জামায়াতে ইসলামীর সৈয়দ একেএম সারোয়ার এবং ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ।
নাঙ্গলকোট-লালমাই আসন: বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া।
নিজস্ব প্রতিবেদক 


















