
কুমিল্লার চান্দিনা পৌরসভার মহারং এলাকায় উপজেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে আধা কেজি গাঁজাসহ মোখলেছুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত মোখলেছুর রহমান পৌরসভার মহারং এলাকার মোহাম্মদ হারুনর রশীদের ছেলে। তিনি স্থানীয় ‘চান্দিনা অনলাইন’ নামক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে টেকনিক্যাল অপারেটর হিসেবে কর্মরত।

গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আল নুর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালে মোখলেছুর রহমানকে হাতেনাতে আধা কেজি গাঁজাসহ আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তি নিয়মিত মাদক সেবনের পাশাপাশি দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।
আটককৃত মোখলেছুর রহমান অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তাৎক্ষণিকভাবে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় চান্দিনা থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এবং উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক 


















