Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৯:৪১ এ.এম

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, বৃহস্পতিবার দেশে ফিরতে পারেন তারেক রহমান

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবস্থার কোনো পরিবর্তন এখনও হয়নি। গতকাল(সোমবার) দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুবই ডিপ কন্ডিশনে। এর ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটাকে আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আগামী বৃহস্পতিবার দেশে আসতে পারেন বলে জানা গেছে। তারেক রহমানের সাবেক এপিএস আমির হামজা শাতিল এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, "বৃহস্পতিবার দেখা হবে ইনশাল্লাহ।" এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানিয়েছেন, খুব দ্রুতই দেশে ফিরছেন তারেক রহমান। ফলে বৃহস্পতিবার তারেক রহমান দেশে ফিরছেন বলেই নেটিজেনরা ধারণা করছেন। উল্লেখ্য গত ২৯ নভেম্বর ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক হাতে নেই বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, "এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে।"

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন