Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৫:০০ পি.এম

আবারো ভূমিকম্পে কাঁপলো দেশ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার পর ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৬ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ কম্পন ঘটে। ইএমএসসি’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টঙ্গী থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ৩১ কিলোমিটার। এর আগে চলতি মাসের ২২ ও ২৩ নভেম্বর দুই দিনের ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং একটি ছিল ঢাকায়। ২১ নভেম্বর শুক্রবার একটি ভূমিকম্প এবং ২২ নভেম্বর শনিবার আরও তিনটি ভূমিকম্প সংঘটিত হয়। বারবার ভূমিকম্পে রাজধানী ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পুনরাবৃত্তি জনসচেতনতা ও প্রস্তুতির প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলছে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন