সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

কুমিল্লার নতুন এসপি আনিসুজ্জামান

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের দায়িত্বে বড় ধরনের রদবদল করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে কুমিল্লার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপারদের পদায়ন করা হয়। তারও আগে ২২ নভেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন সময়ে পুলিশের নিয়োগ ও বদলিসংক্রান্ত নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের দায়িত্ব নির্ধারণ করা হয়।

সরকারি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের রদবদল করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে প্রতিটি জেলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপাররা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

See also  আবারও পেছাল বিপিএল
Tag :

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

কুমিল্লার নতুন এসপি আনিসুজ্জামান

২৬ নভেম্বর ২০২৫, ৮:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের দায়িত্বে বড় ধরনের রদবদল করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে কুমিল্লার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপারদের পদায়ন করা হয়। তারও আগে ২২ নভেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন সময়ে পুলিশের নিয়োগ ও বদলিসংক্রান্ত নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের দায়িত্ব নির্ধারণ করা হয়।

সরকারি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের রদবদল করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে প্রতিটি জেলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপাররা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

See also  ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা