Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৮:১১ পি.এম

কুমিল্লার নতুন এসপি আনিসুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের দায়িত্বে বড় ধরনের রদবদল করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে কুমিল্লার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ২৪ নভেম্বর লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপারদের পদায়ন করা হয়। তারও আগে ২২ নভেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন সময়ে পুলিশের নিয়োগ ও বদলিসংক্রান্ত নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের দায়িত্ব নির্ধারণ করা হয়। সরকারি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের রদবদল করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে প্রতিটি জেলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপাররা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন