Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ১২:০৪ এ.এম

চান্দিনায় এলডিপির লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন

কুমিল্লার চান্দিনা উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) স্থানীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম শুরু করেছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির উদ্বোধন করেন এলডিপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা চান্দিনা উপজেলার বিভিন্ন বাজার, গ্রাম ও ঘরবাড়িতে গিয়ে দলের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি, সংগঠনের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত, সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে জানতে চান দলীয় প্রতিনিধিরা। এলডিপি নেতারা বলেন, জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং তাদের আস্থা অর্জনই আমাদের মূল উদ্দেশ্য। নিয়মিত গণসংযোগের মাধ্যমে তৃণমূলের মানুষের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে এলডিপির উপজেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের কর্মীরা উপস্থিত ছিলেন।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন