Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ১১:২৪ পি.এম

‘গ্রেডিং পদ্ধতি’তে যোগ্য প্রার্থী বাছাই করবে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মূল্যায়নে ব্যতিক্রমী ‘গ্রেডিং পদ্ধতি’ চালুর ঘোষণা দিয়েছে। ছয়টির বেশি মানদণ্ড অনুসরণ করে আগ্রহীদের যোগ্যতা যাচাই করে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি। ইতোমধ্যে তিনশ আসনের বিপরীতে দেড় হাজারের বেশি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আসন্ন রোববার ও সোমবার ঢাকার আবু সাঈদ কনভেনশন হলে মনোনয়ন ফরম সংগ্রহকারী ও আগ্রহী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। তবে দলটি একে আনুষ্ঠানিক সাক্ষাৎকার নয়, মতবিনিময় সভা হিসেবে উল্লেখ করছে। শিক্ষা, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে ‘জুলাই অভ্যুত্থান’— কঠোর মানদণ্ডে বাছাই, দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ জানান, কোনো আসনে একাধিক আবেদনকারী থাকলে গ্রেডিং তালিকার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এ প্রক্রিয়ায় শিক্ষাগত অর্জন, রাজনৈতিক অভিজ্ঞতা, বৈধ আয়ের উৎস, আর্থিক স্বচ্ছতা, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সংক্ষিপ্ত ইশতেহার এবং ব্যক্তিগত মোটিভেশন— এসব বিষয় কঠোরভাবে পর্যালোচনা করা হবে। তার ভাষায়, প্রার্থীদের জমা দেওয়া নথি, সিভি ও প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য থেকে সামগ্রিক যোগ্যতার ভিত্তিতে একটি প্রাথমিক গ্রেডশিট তৈরি করা হবে। প্রয়োজনে ইন্টেলিজেন্স রিপোর্টও যুক্ত করা হবে, এরপরই তৈরি হবে চূড়ান্ত তালিকা। এনসিপি ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। ১৩ নভেম্বর নির্ধারিত সময় শেষ হলেও প্রথম পর্যায়ে ১,০১১টি ফরম বিক্রি হওয়ায় সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। এ সময় ঢাকা-৮ আসনের আলোচিত রিকশাচালক মো. সুজনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফরম সংগ্রহ করেন। দলের নেতারা বলছেন,...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন