Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৬:০৯ পি.এম

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পে আতঙ্ক: অর্ধশতাধিক নারী শ্রমিক অজ্ঞান, আহত ৫

দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকালে কম্পন শুরুর সঙ্গে সঙ্গে ভবন থেকে দ্রুত বের হতে গিয়ে অর্ধশতাধিক নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে তাদের দ্রুত উদ্ধার করে ইপিজেডের বেপজা হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় অন্তত ৫ নারী শ্রমিক বিভিন্ন স্থানে পড়ে গিয়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর মুহূর্তেই ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারীরা আতঙ্কে ছুটতে শুরু করেন। দ্রুত নিচে নামতে গিয়ে অনেকে পড়ে গিয়ে আঘাত পান এবং বেশ কয়েকজন দৌড়ের মাঝেই অজ্ঞান হয়ে পড়েন। কর্মস্থলের ভেতরেই বিশৃঙ্খলা তৈরি হলে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, একাধিক প্রতিষ্ঠানের নারী শ্রমিক হুড়োহুড়ির মধ্যে আতঙ্কে লুটিয়ে পড়েন। তবে গুরুতর কেউ আহত না হওয়ায় সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর আহমেদ বলেন, “অন্তত ৩০ জন নারী কর্মীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বেশিরভাগই আতঙ্ক, শ্বাসকষ্ট ও মানসিক চাপে অজ্ঞান হয়ে পড়েছিলেন।” এদিকে ভূমিকম্পের কারণে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একই উপজেলায় আরও একটি ভবনে ফাটল দেখা গেছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। হঠাৎ কম্পনে নগরজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন