জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, মুসলমানের দায়িত্ব সত্য প্রচার করা, যাচাইবিহীন তথ্য ছড়িয়ে গুজবের হাতিয়ার হওয়া নয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফটোকার্ডসহ দেওয়া ওই পোস্টে আজহারি লিখেছেন, “তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার অপপ্রচার, গুজবের ইন্ধন এবং গুনাহের পথ। মুসলিম কখনো গুজবের মাইক হয় না। পোস্টের মন্তব্যে তিনি আরও ব্যাখ্যা করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করার আগে অবশ্যই সত্যতা যাচাই করা জরুরি। মুসলমানের দায়িত্ব হলো তথ্যের সঠিকতা নিশ্চিত করা—কথা শুনেই তা ছড়িয়ে দেওয়া ইসলামে অনুমোদিত নয়। তিনি বলেন, ইসলামে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং গুজব সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ। আজহারির ভাষ্যে, অসত্য বা অসম্পূর্ণ তথ্য মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে এবং সমাজে বিশৃঙ্খলা ছড়াতে পারে। তাই তথ্য যাচাই-বাছাই করা ইসলামের কঠোর নির্দেশনার অংশ। গুজব ছড়ানো কিংবা অসত্য তথ্য প্রকাশ ‘গুনাহের কাজ’ উল্লেখ করে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ায় ‘দেখলেই শেয়ার’ সংস্কৃতির সমালোচনা করে তিনি লেখেন, তথ্যসূত্র যাচাই করে দেখুন। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না। যাচাই করলে দেখবেন, অনেক সময় প্রচারিত সংবাদ আসল ঘটনার কাছাকাছিও নয়। তথ্য–প্রযুক্তির যুগে সচেতনতা এবং সতর্কতা বজায় রেখে সত্য প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।